মিরসরাইয়ে ১‘শ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১৪মার্চ) রাত ৮ টায় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের শেখের তালুক এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন , মোঃ রুবেল (২৮) ও মোঃ টিপু (৩০) । তাঁরা দুইজনেই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের শেখের তালুক গ্রামের বাসিন্দা।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, থানার একাটি টিম মঘাদিয়ার শেখের তালুক খালের পাশে অভিযান পরিচালনা করে ১শ লিটার দেশীয় চোলাই মদ সহ দুইজনকে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে মাদকের মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরো পড়ুন: মিরসরাইয়ে ৭ হাজার ইয়াবাসহ আটক ২