করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ১৯২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৫৭ হাজার ৫১০ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৯৭ হাজার ৮২৯ জন। এতে করে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৬৭৯ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট থেকে রোববার (১৩ মার্চ) এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৫৬৭ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ২১১ জনের।
শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে জার্মানি। দেশটিতে ২ লাখ ৪৫ হাজার ৩৪২ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ২৪২ জনের।
ব্রাজিলেও মৃত্যুর সংখ্যা ৫ শতকের কাছাকাছি। দেশটিতে ৪৬৫ জন মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৫৫ হাজার ২১১ জন।
গত ২৪ ঘণ্টায় রাশিয়াতে করোনা শনাক্ত হয়েছে ৫০ হাজার ৭৪৩ জন। একই সময়ে মৃত্যুর হয়েছে ৬৭৪ জনের। এ নিয়ে রাশিয়াতে এ পর্যন্ত মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৩ লাখ ৫৯ হাজার ৫৮৫ এবং ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৪৩ জনে।
গত একদিনে করোনা শনাক্তের দিক দিয়ে ৫০ হাজার অতিক্রমকারী দেশের তালিকায় রয়েছে- ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান ও ভিয়েতনাম।