চন্দনাইশে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার ( ৭ই মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আরো পড়ুন:ঐতিহাসিক ৭ই মার্চ আজ
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। প্রধান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,ভাইস-চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রুপা, সহকারী কমিশনার ভূমি গালীব চৌধুরী,থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন,উপজেলা প.প.কর্মকর্তা ডা.শাহীন হোসাইন,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা স্হানীয় কর্মরত সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এক ও অবিচ্ছেদ্য বিষয়। স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর কাছে কোনো আকস্মিক বিষয় ছিল না, বরং ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে অনিবার্য জাতীয় স্বাধীনতার দিকে তিনি বাংলার জনগণকে প্রস্ত্তত করেছিলেন। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’এই ঐতিহাসিক ঘোষণার মধ্যে যেমন দেশের ভৌগোলিক স্বাধীনতার কথা অন্তভুর্ক্ত তেমনি মানুষের সার্বিক মুক্তি ও কল্যাণের আকাঙ্ক্ষাও ধারণ করেছে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ।