মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

মিরসরাইয়ে যুবক হত্যায় ফেঁসে যাচ্ছেন পৌর প্যানেল মেয়র

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে এক যুবক হত্যার অভিযোগে ফেঁসে যাচ্ছেন প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজু। তার বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ এসেছে নিহত যুবকের নাম মো: আজিম হোসেন শাহাদাত (২০)।

শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার মিরসরাই পৌর সদরে অবস্থিত হোপ মা ও শিশু হাসপাতালে এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত শাহাদাত ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকার আব্দুল বাতেনের পুত্র। শনিবার বিকেলে ফেনী সদর হাসপাতাল মর্গে শাহাদাতের লাশের ময়নাতদন্ত শেষে তাঁর লাশ গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।

নিহত আজিমের পিতা আব্দুল বাতেন বলেন, শুক্রবার (২৫ জুন) বিকাল ৪টায় তার পুত্র সন্তান আজিম হোসেন শাহাদাতকে (২০) কাউন্সিলর রাজুর লোকজন বাসা থেকে তুলে নিয়ে হোপ মা ও শিশু হাসপাতালের ৬ষ্ট তলায় নিয়ে যায়। আমি রাত টার দিকে ছেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি হাসপাতালের একটি কক্ষে মোটা লাঠি দিয়ে রাজু ও তার সঙ্গী ফরিদ, তারেক ও জাহিদ আমার ছেলেকে বেদড়ক মারধর করছেন।

আমি বাধা দিলে আমাকে মারধর করেন। রাজু তার হাতে থাকা গাছের লাঠি দিয়ে আমার ছেলের মুখের উপর জোরে আঘাত করলে তার সামনের দুটি দাত পড়ে যায়। এসময় তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে। এরপর আমাকে ডেকে ছেলেকে নিয়ে দ্রুত চলে যেতে বলে। না হয় আমাকেও মেরে ফেলার হুমকি দেয়। আমি ছেলেকে নিয়ে ফেনী যাওয়ার পথে সে মারা যায়।

তিনি আরো বলেন, আমার ছেলেকে বিনা অপরাধে রাজু ও তার লোকজন হত্যা করেছে। কি এমন দোষ করলো যে তাকে একেবারে মেরে ফেলতে হবে?। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

খবর নিয়ে জানা গেছে, কাউন্সিলর রাজু মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবস্থিত হোপ মা ও শিশু হাসপাতালে একটি কক্ষকে টর্চার সেল বানিয়ে বিভিন্ন সময় লোকজনকে ধরে নিয়ে মারধর করেন। কেউ তার ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।

গত কয়েকদিন পূর্বে বারইয়ারহাট পৌর মাইক্রো ষ্ট্যান্ডে একটি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় বিচার করার নামে আজিমকে পিটিয়ে হত্যা করেন। শনিবার (১৬ জুন) বিকেলে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, গত দেড় বছর ধরে নিহত আজিমের মা কাউন্সিলর রাজুর বাসায় গৃহকর্মীর কাজ করতো। বাবা আব্দুল বাতেন একটি বেকারীতে কাজ করে। মিরসরাই কলেজ রোড়ে অবস্থিত একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন আজিম। তাদের নিজ বাড়ি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকায় হলেও তারা দীর্ঘসময় ধরে জিন্নাহর দিঘির পাড় আমজাদ মেম্বার বাড়িতে নুর হোসেনের ঘরে ভাড়া থাকতেন।

এদিকে ঘটনার পর থেকেই মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু পলাতক আছেন। এছাড়া তার ব্যবহৃত মোবাইল নাম্বারে বার বার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।

মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহতের পিতা আব্দুল বাতেন বাদি হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা রুজুর পক্রিয়া চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালের একটি শয়ন কক্ষ থেকে রক্তাত্ব তোষক জব্ধ করা হয়েছে। আসামীদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ

বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক সম্প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত 

বিলাইছড়ি সেনা জোন কর্তৃক সম্প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

কক্সবাজারে সৈকত থেকে অস্ত্র উদ্ধারঃ আটক ২

কক্সবাজারের পর্যটন জোনের সুগন্ধা বীচ এলাকার হোটেল প্রাসাদ প্যারাডাইস...

বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ তম বর্ষপূর্তি পালিত 

পার্বত্য চুক্তি বিরোধী ও জুুন্ম স্বার্থ পরিপন্থী সকল যড়যন্ত্র...

কর্ণফুলীতে গ্রামীণ টেলিকম ট্রাস্টে চাঁদাবাজি, থানায় মামলা, গ্রেপ্তার ১

কর্ণফুলীতে গ্রামীণ টেলিকম ট্রাস্টের জমিতে ঢুকে ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই...

আগরতলায় বাংলাদেশ দূতাবাসে উগ্রপন্থীদের হামলা-ভাঙচুর

আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে ভাঙচুর চালিয়েছে হিন্দুত্ববাদী একটি...

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বিদায় ও বরণ অনুষ্ঠান

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ তোফায়েল ইসলামের বদলীজনিত...

আরও পড়ুন

ক্ষমতা স্থায়ী করতে পিলখানা হত্যাকাণ্ড : জামায়াত আমির

ক্ষমতা স্থায়ী করতে প্রথমে পিলখানা হত্যাকাণ্ড ঘটায় আওয়ামী লীগ। এরপরে জামায়াত নেতাদের ফাঁসি দেয় দলটি। খুলনায় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে জামায়াতে ইসলামী সমাবেশে...

পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো

স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো। এই অঞ্চলের দাবি,...

ফেসবুক ‘হা হা’ রিয়েক্টে সংঘর্ষ: ছুরিকাঘাতে ২ আহত

ফেসবুক পোস্টে ‘হা-হা’ রিয়েক্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ফেনীর সদর উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার তরুণ ছুরিকাঘাতে আহত হয়েছেন,...

আমরা কি স্বাধীন দেশের নাগরিক নই?

বরিশালের চরমোনাই ময়দানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিশাল ছাত্র গণজমায়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম শুক্রবার (২৯ নভেম্বর) প্রধান...