চট্টগ্রাম নগরীর লালখান বাজারের এ কে খান পাহাড়ে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে।এতে পাহাড়ে অবৈধভাবে নির্মিত ৪৭টি বাড়ি উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ।
সহযোগিতায় ছিলেন জেলা পুলিশের ৬০ সদস্য। পরিবেশ অধিদফতরের কর্মকর্তা, ৮০ জন শ্রমিক,পিডিবির সদস্য সহ ফায়ারসার্ভিসের একটি টিম অভিযানে অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান বলেন, লালখান বাজার সংলগ্ন একে খান পাহাড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে বসবাসরত ৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।আমাদের এ অভিযান চলমান থাকবে।