চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, আজ বিশ্বের মানুষ আদর্শহীন হয়ে পড়েছে। ফলে নির্যাতন নিপীড়ন যুদ্ধে সভ্য পৃথিবীর ধ্বংসের পথে। অভুক্ত গাজা, আরকান রোহিঙ্গারা পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে বিশ্বনবীর আদর্শে ফিরে আসতে হবে। কোরআনের আইন বাস্তবতায়নে কাজ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে ক্ষুধা, দারিদ্র মুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামি বদ্ধপরিকর।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া পাড়ায় স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে অসহায় দুস্ত ১২০ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য ইছহাকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুনির আফসার চৌধুরী, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল মোহাম্মদ ইলিয়াস, নীডি ফাউন্ডেশন চেয়ারম্যান মোহাম্মদ আলম খান, রায়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ হারুণ, সেক্রাটারি তৌহিদুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে তিনি রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া পাড়া ফুলতলী খালের ভাঙ্গা অংশে পরিদর্শনে করেন। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাহমিনা আক্তারের সাথে ভাঙ্গা অংশ সংস্কারের জন্য কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয়রা।