কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ মোহাম্মদ জিশান ও মোহাম্মদ আব্দুল্লাহ নামে দুই ডাকাতকে আটক করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০ টার সময় পৌরসভাস্থ চকরিয়া গ্রামার স্কুল এলাকা থেকে উক্ত ডাকাত গুলোকে আটক করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ রায় ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের তত্বাবধানে চকরিয়া থানার পুলিশের একটি চৌকস দল নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মোহাম্মদ জিশান চকরিয়া পৌরসভা সিকদার পাড়া এলাকার মৃত জালাল আহমেদের ছেলে এবং আটককৃত মোহাম্মদ আবদুল্লাহ চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার মোহাম্মদ কালু ফকিরের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, উপরোক্ত আটককৃত ডাকাত দুইজনকে আটকের জন্য গতকাল রাত থেকে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছি। এছাড়া বিভিন্ন গোপন সংবাদ ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। গতকাল রাত অভিযান অব্যাহত রেখে আজ রাত ১০ টার সময় চকরিয়া গ্রামার স্কুল এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আজকের এ অভিযানে সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ রায় স্যার অনেক সহযোগিতা করেছে। তার বিচক্ষণতায় আমাদের এই বিশেষ অভিযান সফল হয়ে। এছাড়া আটককৃত এ ডাকাত দুইজনের বিরুদ্ধে থানায় ৫/৬ টা করে ডাকাতি মামলা রয়েছে। আগামীকাল আটককৃত এ ডাকাতগুলোকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
আর এইচ/