চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানা এলাকায় একটি গুদাম থেকে প্রায় ১৩ হাজার সামরিকধাঁচের ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এই পোশাকগুলো পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র বিদ্রোহী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর জন্য প্রস্তুত করা হয়েছিল।
মঙ্গলবার (২৭ মে) রাতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে এসব ইউনিফর্ম উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার একাধিক পুলিশ কর্মকর্তা। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় কেউ প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হননি।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহজনক পোশাকগুলো একটি বেসরকারি পোশাক কারখানায় তৈরি করা হয়। ইতোমধ্যে পাহাড়তলী থানায় নতুন একটি মামলার প্রস্তুতি চলছে।
চলতি মে মাসেই চট্টগ্রামে এটি তৃতীয় দফা ইউনিফর্ম জব্দের ঘটনা। এর আগে ১৭ মে বায়েজিদ বোস্তামী থানার রিংভো অ্যাপারেলস নামক একটি কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম জব্দ করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই মামলার এজাহারে উল্লেখ করা হয়, পোশাকগুলো পার্বত্য অঞ্চলের সশস্ত্র সংগঠন কেএনএফ-এর জন্য তৈরি করা হচ্ছিল।
উক্ত ঘটনায় কারখানার মালিক সাহেদুল ইসলাম, তার সহযোগী গোলাম আজম ও নিয়াজ হায়দারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তারা রাঙামাটির কাপ্তাই এলাকার বাসিন্দা মংহলাসিন মারমা নামে একজন ব্যক্তির কাছ থেকে অর্ডার নিয়েছিলেন। ওই পোশাক তৈরির চুক্তির পরিমাণ ছিল প্রায় দুই কোটি টাকা। সরবরাহের সময়সীমা ছিল মে মাসের মধ্যবর্তী সময়।
এ ঘটনায় ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন।
এর পরদিন, ২৬ মে দিবাগত রাতে বায়েজিদ বোস্তামী থানার নয়াহাট এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে আরও ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, এই চালানটিও পূর্ববর্তী মামলার সাথেই সম্পৃক্ত।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক উদ্ধার হওয়া ইউনিফর্মগুলো কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যদের জন্য পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
নগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সংশ্লিষ্ট। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’
বিশ্লেষকরা বলছেন, চট্টগ্রামের শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলোর নিরাপত্তা ও তদারকি ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। পোশাক শিল্প ব্যবহৃত হয়ে যদি বিদ্রোহী সংগঠনের জন্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করা হয়, তবে সেটি জাতীয় নিরাপত্তার জন্য একটি গভীর উদ্বেগের বিষয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইউনিফর্মগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষায়িত সংস্থার কাছে পাঠানো হচ্ছে। পাশাপাশি, এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আর্থিক লেনদেন, যোগাযোগ মাধ্যম এবং কারখানার মালিকদের পেছনের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে।
পাহাড়তলী থানায় নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে, একটি সংঘবদ্ধ চক্র নগরীর পোশাকশিল্পকে ব্যবহার করে পার্বত্য অঞ্চলের সশস্ত্র সংগঠনের জন্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা কোনো কিছুই অনুমাননির্ভর করছি না। প্রতিটি উদ্ধার, জিজ্ঞাসাবাদ ও জব্দ করা আলামতের ভিত্তিতে অনুসন্ধান চলছে।’
আর এইচ /