শুক্রবার, ৩০ মে ২০২৫

পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :

উন্নয়নশীল দেশসমূহ থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা অধিকতর জোরদারের আহ্বান জানিয়েছে।

গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাউথ-সাউথ কো-অপারেশনের উচ্চ পর্যায়ের কমিটির ২২তম অধিবেশনে বক্তব্য প্রদানকালে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান।

একই সাথে তিনি বৈশ্বিক ন্যায়বিচার এবং পারস্পরিক বিশ্বাসযোগ্যতার স্বার্থে এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছারও আহ্বান জানান।

আজ ঢাকায় এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

রাষ্ট্রদূত স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য প্রক্রিয়াধীন দেশসমূহের জন্য বর্তমানে বিদ্যমান বিশেষ সুবিধাগুলো দীর্ঘায়িত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এ সুবিধাগুলো আকস্মিকভাবে প্রত্যাহার না করে ধাপে ধাপে তুলে নেওয়া উচিত যাতে উত্তরণ প্রক্রিয়া টেকসই ও অপরিবর্তনীয় হয়।

তিনি উন্নয়নশীল দেশগুলোর নিজস্ব সম্পদ আহরণ এবং গুরুত্বপূর্ণ মৌলিক নাগরিক সেবা নিশ্চিত করতে ‘সোশ্যাল বিজনেস’ বা সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা এবং নবায়নযোগ্য শক্তির মতো খাতে এই ধরনের উদ্যোগ ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনতে সক্ষম।

যুবসমাজকে উন্নয়নশীল দেশগুলোর প্রধানতম শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত তরুণদেরকে উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি তারুণ্যের সম্ভাবনাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে শিক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তিখাতে দক্ষতা অর্জনে অধিকতর বিনিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রদূত চৌধুরী উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আন্তঃসহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক ‘তিন শূন্যের’ বিশ্ব গঠনের প্রতি বাংলাদেশের পরিপূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সূত্রঃ বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাতিল হলো ফারুকের বিসিবির সভাপতির পদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল...

ঝড়-বৃষ্টির শঙ্কায় স্থবির চট্টগ্রাম, উত্তাল সাগর

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলে...

“সার্বভৌমত্ব আজও চ্যালেঞ্জের মুখে”

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “যে গণতন্ত্র প্রতিষ্ঠা...

শঙ্খ নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে শঙ্খ নদীর বাঁধ ভেঙে লোকালয়ে...

বিমানবন্দরে বোমা উদ্ধারের মহড়া

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে।...

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটি ঘোষণা

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটি ২০২৫...

আরও পড়ুন

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটি ঘোষণা

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটি ২০২৫ ঘোষণা করা হয়েছে। ১৬ থেকে ৫০ বছর বয়সী ১৩৭ সদস্যের নারী-পুরুষ সমন্বিত তরুণ নেতৃত্বে গঠিত...

নতুন নোট প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক

ঈদুল আজহা উপলক্ষে নতুন নোট ইস্যু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১লা জুন থেকে ১,০০০, ৫০ ও ২০ টাকার নতুন ডিজাইনের ব্যাংক নোট...

অবাধ-নিরপেক্ষ নির্বাচন আয়োজনে একসঙ্গে কাজ করবে সরকার, ইসি ও জাতিসংঘ

চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ‘ব্যালট’ নামে তিন বছর মেয়াদী প্রকল্প শুরু হচ্ছে। বুধবার (২৯ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক...

বাংলাদেশ থেকে এক লাখ শ্রমিক নেবে জাপান

ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার...