একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বাতিল করে খালাস প্রদান করেছে আপিল বিভাগ। এ রায়কে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে দলের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “এটিএম আজহারের মুক্তির রায়ে প্রমাণিত হয়েছে—সত্যকে চেপে রাখা যায় না।” তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচার সরকার সাজানো-পাতানো মামলার মাধ্যমে জামায়াতের ১১ জন শীর্ষ নেতাকে হত্যা করেছে। শেখ হাসিনা ন্যায়বিচারকে গণহত্যা করেছেন।”
এ সময় তিনি এটিএম আজহারের রায়ে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা দীর্ঘদিন এই দিনের অপেক্ষায় ছিলাম। আজ সেই দিন এসেছে।”
ডা. শফিকুর রহমান দাবি করেন, “দল হিসেবে আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমাদের কোনো কর্মী বা দলের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে আমরা বিনা শর্তে তাদের কাছে ক্ষমা চাইছি।”
তিনি আরও বলেন, “দেশে এখনো অনেক গুরুত্বপূর্ণ ইস্যু অমীমাংসিত রয়ে গেছে। আমরা কথা দিচ্ছি, সুযোগ পেলে প্রতিশোধের রাজনীতি ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাবো।”
এ সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, দুই নায়েবে আমিরসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এটিএম আজহারের খালাসের রায় ঘোষণা করেন।
আর এইচ/