চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা, মসজিদে ভাঙচুর এবং সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ মে) চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত একদিনের জেলগেট জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে জানান মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
এর আগে, গত ১৮ মে রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায়ও তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছিল।
সর্বশেষ ২৬ মে পুলিশের ওপর হামলা ও কর্তব্যে বাধা দেওয়ার মামলায়ও একই ধরনের আদেশ দেন আদালত।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই নির্দেশের পর আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি করে চিন্ময়ের অনুসারীরা। তারা প্রায় তিন ঘণ্টা প্রিজন ভ্যান আটকে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে লালদিঘীর পাড় থেকে কোতোয়ালী এলাকায়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পর কোতোয়ালী থানায় আইনজীবী হত্যা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণসহ ছয়টি মামলা হয়। এর মধ্যে চারটি মামলায় আদালতের নির্দেশে চিন্ময়কে গ্রেফতার দেখানো হয়েছে।
আর এইচ/