চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন। সোমবার (২৬ মে) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর হাত থেকে তিনি সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন।
জানা যায়, গত এপ্রিল মাসে আনোয়ারা থানার অধীনে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, ডাকাতি-চুরি প্রতিরোধ, গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতার ও জননিরাপত্তা নিশ্চিতে মনির হোসেনের নেতৃত্বে গৃহীত কার্যকর পদক্ষেপগুলো ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ওসি মনির হোসেন বলেন, “এ সম্মাননা আমার একার নয়। থানার প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম, ঊর্ধ্বতনদের দিকনির্দেশনা ও জনগণের সহযোগিতার ফল এটি। এই স্বীকৃতি আমাকে আরও দায়বদ্ধ ও অনুপ্রাণিত করবে।”
উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর আনোয়ারা থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. মনির হোসেন। এর আগে তিনি পিবিআই চট্টগ্রাম জেলা শাখায় ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। দক্ষ, সৎ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে সিএমপি ও পিবিআইয়ে তার অতীত সুনাম রয়েছে। তার বাড়ি কুমিল্লা জেলায়। এটি তার প্রথম ওসি পদে দায়িত্ব পালন।
আর এইচ/