খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারের পাঁচ সদস্যকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ মে) ভোরে ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে তারা দেশে প্রবেশ করেন।
সূত্রে জানা গেছে, পুশ ইন হওয়া ব্যক্তিরা ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা এবং সবাই মুসলিম ধর্মাবলম্বী। আটককৃতরা হলেন—মো. উম্মেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫), এবং তাদের তিন কন্যা—রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমামিয়া খাতুন (৮)।
সীমান্ত পেরিয়ে রামগড়-ফেনী সড়কের সোনাইপুল বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে মহামুনি বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা এসে তাদের হেফাজতে নেয়।
আটক উম্মেদ আলী জানান, গুজরাট থেকে প্রথমে বিমানে এবং পরে বাসে করে তাদের ত্রিপুরা রাজ্যে নেওয়া হয়। এরপর রাতে হাত ও চোখ বেঁধে ফেনী নদীর পাড়ে নামিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে নদী পেরিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। পরে ভারতের দিকে ফিরে যেতে চাইলে বিএসএফ সদস্যরা তাদের মেরে ফেলার হুমকি দেয়।
রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বলেন, সীমান্ত অতিক্রম করে আসা পাঁচ ভারতীয় নাগরিককে বিজিবি আটক করেছে। বর্তমানে তারা বিজিবি ও পুলিশের হেফাজতে রয়েছেন। স্থানীয় প্রশাসন বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, আটককৃতদের প্রকৃত পরিচয় যাচাইয়ে কুড়িগ্রামের চর সুপার কুটি গ্রামের স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা নিশ্চিত করেছেন, পুশ ইন হওয়া ব্যক্তিরা ওই এলাকারই বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
আর এইচ/