শঙ্খনদীতে গোসল করতে নেমে মো. করিম (২১) এক যুবক নিখোঁজ এর ঘটনা ঘটেছে।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে সাতকানিয়ার কাটগড় পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মো. করিম কক্সবাজারের উখিয়া টেংখালি ক্যাম্প-১৩ এর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয়ভাবে জানা যায়, মো. করিম গত দেড় মাস আগে পূর্ব কাটগড় গ্রামের শাহেদ নামের একজনের মুরগি খামারে কাজ নেয়। আজ সোমবার সে দুপুর ভাত খেয়ে স্থানীয় কয়েকজনের সাথে শঙ্খনদীতে গোসল করতে নামে। সে নদীতে কিছুক্ষণ সাতরানোর পর হঠাৎ নদীর তলদেশে তলিয়ে যায়।
খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও একদল ডুবুরি নিখোঁজ করিমের সন্ধান চালিয়ে যাচ্ছে। তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি। এর আগে স্থানীয়রা দীর্ঘক্ষণ হাতা জাল দিয়ে চেষ্টা করলেও তাকে পায়নি।