চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে থানার ওসি মুহাম্মদ শরীফ (৫০) ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান (৩৫) সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৭ মে) মধ্যরাতে শিকলবাহা কলেজ বাজারের জামাল পাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, তারা বিশেষ অভিযানে যাওয়ার সময় হঠাৎ করে একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে। এতে আইসি মিজান বুকে গুরুতর আঘাত পান এবং ওসিসহ অন্যরাও আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে এবং রাতভর অভিযান চালায়। তবে এখনো কাউকে আটক করা যায়নি।
আহত এসআই মিজান বলেন, “আমরা অভিযানে গেলে পেছন থেকে ইট ছোড়ে মারলে আমি বুকে আঘাত পাই। ওসি স্যারও আহত হন।”
ওসি মুহাম্মদ শরীফ বলেন, “ঘেরাও ভাঙচুর করছিল একদল লোক। কারণ জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালায়। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।”
আর এইচ/