কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মিজানুর রহমান মিজান(৩১) নামে এক যুবলীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) রাত ৮ টার সময় মাতামুহুরি পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ ইদ্রিসের নেতৃত্বে অভিযান চালিয়ে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়াবাজার এলাকা থেকে উপরোক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
আটককৃত মিজানুর রহমান মিজান বিএমচর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং বিএমচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
এছাড়া তিনি বিএমচর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দ্বিয়ারচর গ্রামের মোস্তাক আহমদের ছেলে।
আটককৃত মিজানুর রহমান মিজান ৭টি মামলার আসামি। তার মধ্যে অনেক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানকে আজ (শনিবার) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আর এইচ/