চট্টগ্রাম জেলা কোর্ট হাজতখানা থেকে পলায়ন করা মাদক মামলার আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মুন্সিগঞ্জের গজারিয়া থানার দাউদকান্দি লঞ্চ টার্মিনাল এলাকা থেকে বুধবার (৭ মে) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আনোয়ার হোসেনকে গত ৪ মার্চ গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। ২৯ এপ্রিল মামলার শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হলে, পরে জেলা কোর্ট হাজতখানা থেকে জেলা কারাগারে নেওয়ার সময় সে সুকৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সিরাজুল ইসলাম, পিপিএম-সেবা এর তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সাজেদুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (নিঃ) মো. দুলাল হোসেনের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল অভিযানে নামে।
চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় ৩০ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে অবশেষে আনোয়ার হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এর আগে একই মামলায় জড়িত অপর পলাতক আসামি ইকবাল হোসেনকেও গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা।
আর এইচ/