জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, “এনএপি যেন শুধুমাত্র কারিগরি বা প্রশাসনিক দলিল না হয়, বরং এতে স্থানীয়ভাবে নেতৃত্বাধীন অভিযোজন পন্থা অন্তর্ভুক্ত করা জরুরি। এতে স্থানীয় চাহিদা, বাস্তবতা ও সক্ষমতা প্রতিফলিত হয়ে টেকসই অভিযোজন নিশ্চিত হয়।”
রবিবার (৪ মে) রাজধানীর পান্থপথে পানি ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ‘লোকালি লেড অ্যাডাপটেশন ফ্রেমওয়ার্ক’ (এলএএএফ) এবং ‘ন্যাপ বাস্তবায়নে প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ’ বিষয়ক আলোচনা হয়। এতে পরিবেশ মন্ত্রণালয়, সিইজিআইএস এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধিরা অংশ নেন।
সভায় অংশগ্রহণকারীরা এলএএএফ কাঠামো ও এনএপি বাস্তবায়নে সমন্বিত ও অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. নাভিদ শফিউল্লাহ, সিইজিআইএসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, যুগ্মসচিব ধরিত্রী কুমার সরকার, সিনিয়র সহকারী সচিব রোসলিনা পারভীন এবং এডিবির জ্যেষ্ঠ জলবায়ু পরিবর্তন কর্মকর্তা মৌসুমি পারভিন।
আর এইচ/