বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সপ্তম শ্রেণির ছাত্রীকে বাল্য বিয়েতে রাজি হতে বাধ্য করায় মা ও সৎ বাবার বিরুদ্ধে অভিযোগ

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়ায় ১৪ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে নিজের অমতে জোরপূর্বক বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে তার মা, সৎ বাবা ও বিয়েতে সহযোগিতার অভিযোগে প্রতিবেশী আরও ৩ জনসহ ৫ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, মা মিনু আক্তার, সৎ বাবা নুরুল ইসলাম, প্রতিবেশী মৃত ফকির মোহাম্মদের ছেলে আব্দুর রশিদ, তার (আবদুর রশিদ) স্ত্রী হালিমা বেগম ও ছেলে মোহাম্মদ রাকিব। অভিযুক্তরা উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব মাহালিয়া গ্রামের চিতামুড়া এলাকার বাসিন্দা। উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব মহালিয়া গ্রামের চিতামুড়া এলাকার মৃত আবু নৈয়মের মেয়ে ও একই ইউনিয়নের বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী বাল্য বিবাহের শিকার মোছাম্মৎ জান্নাতুল নাঈমা (১৪) বাদী হয়ে ইউএনও মিল্টন বিশ্বাসের নিকট মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যার দিকে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,  ২০২৪ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে ১৪ বছর বয়সী মাদ্রাসা ছাত্রী জান্নাতুল নাঈমার সাথে ৫ লাখ টাকা দেনমোহরে একই এলাকার জাবেদ নামে এক যুবকের বিয়ের আয়োজন করেন মা মিনু আক্তার ও সৎ বাবা নুরুল ইসলাম। মেয়েটি এ বিয়েতে রাজি না হওয়া সত্বেও  উভয় পরিবারের সিদ্ধান্ত মতে বিয়ে রেজিস্ট্রি সম্পন্ন হওয়ার পরবর্তী দুই মাস পর্যন্ত ওই ছাত্রী নিজের বাড়িতেই অবস্থান করবেন এবং দুই মাস পূর্ণ হলে তাকে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে শ্বশুর বাড়িতে পাঠানো হবে। এ শর্তে উভয় পরিবার অনেকটা গোপনে কাজীর মাধ্যমে বিবাহ রেজিস্ট্রি সম্পন্ন করেন। বিবাহ রেজিস্ট্রির শর্ত অনুযায়ী ওই ছাত্রী নিজ বাড়িতেই অবস্থান করেন। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে ওই ছাত্রী বাড়ি থেকে পালিয়ে চট্টগ্রাম নগরীর এক নিকটাত্মীয়ের বাসায় আশ্রয় নেন। পরে বিষয়টি জেনে তার মা ও সৎ বাবা তাকে  (ছাত্রী) নিকটাত্মীয়ের বাসা থেকে জোরপূর্বক বাড়িতে নিয়ে আসেন।

অভিযোগ থেকে আরও জানা যায়, বাসার আনার পর তার মা ও সৎ বাবা ওই ছাত্রীকে মারধর করে জোরপূর্বক শ্বশুরবাড়িতে পাঠানোর চেষ্টা করলে  কয়েকদিন পর খালু জাহাঙ্গীর আলমের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে চট্টগ্রাম নগরীর মনোয়ারা বেগম নামে আরেক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে  সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। মা থানায় অভিযোগ দায়ের করেছে-বিষয়টি জানতে পেরে ওই ছাত্রী তার মা ও সৎ বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে নিজেই থানায় হাজির হন। পরবর্তীতে সাতকানিয়া থানার উপ পরিদর্শক খাইরুল হাসান বাল্যবিবাহের শিকার মাদ্রাসা ছাত্রী, তার মা, সৎ বাবা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে একটি সালিশী বৈঠকের আয়োজন করেন। ওই বৈঠকে বাল্যবিবাহের শিকার মাদ্রাসা ছাত্রী বিবাহের সম্পর্কটি ছিন্ন করে পড়ালেখায় মনোনিবেশ করবেন বলে জানায়। পরে ওই মাদ্রাসা ছাত্রীর মা ও সৎ বাবা মেয়েকে ছাড়াই বাড়িতে ফিরে যান। সে সময় থেকে ওই ছাত্রী তার প্রতিবেশী ও দূর সম্পর্কের আত্মীয় এ্যানি আকতারের বাড়িতে অবস্থান করছেন।

মাদ্রাসা ছাত্রী জান্নাতুল নাঈমা বলেন, আমার বয়স এখনও ১৪ বছর। আমি সপ্তম শ্রেণিতে পড়ি। আমার ইচ্ছা ছিল পড়ালেখা শেষ করে সংসারের হাল ধরবো। কিন্তু আমার মা ও সৎ বাবা মিলে আমাকে মারধর করে জোরপূর্বক বিবাহ রেজিস্ট্রিতে স্বাক্ষর করতে বাধ্য করে। একাধিক বার পালিয়ে থেকেও আমার মা ও সৎ বাবা আমাকে শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমি তাদের বিরুদ্ধে অভিযোগ করতে বাধ্য হয়েছি।

ওই ছাত্রীর প্রতিবেশী ও দূর সম্পর্কের আত্মীয় এ্যানি আকতার বলেন, বাল্যবিবাহের শিকার মাদ্রাসা ছাত্রী  জান্নাতুল নাঈমা একদিকে আমার প্রতিবেশী অন্যদিকে দূর সম্পর্কের আত্মীয়। তাকে বাল্যবিবাহ দেওয়াতে সে অভিমান করে বাড়ি থেকে পালিয়ে এক নিকটাত্মীয়ের বাসায় চলে গিয়েছিল। পরে সাতকানিয়া থানায় সালিশী বৈঠকে সে জানায়, সে এ বিবাহের সম্পর্কটি ছিন্ন করে পড়ালেখায় মনোনিবেশ করবে এবং মা ও সৎ বাবার সাথে একই বাড়িতে বসবাস করবে। কিন্তু তার মা ও সৎ বাবা তাকে বাড়িতে নেয়নি। সে থেকে মেয়েটি আমার বাড়িতে রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত ছাত্রীর মা মোবাইল ফোন ব্যবহার না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সৎ বাবা নুরুল ইসলাম মুঠো ফোনে বলেন, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি সিএনজিচালিত অটোরিকশা বিক্রি করে দিয়েছি। মেয়ের জামাইকে ৫০ হাজার টাকা দিয়েছি। মেয়ের শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য ৬০ হাজার টাকার ফার্নিচার  তৈরি করেছি। পরে সে হঠাৎ করে বাড়ি থেকে পালিয়ে যায়। তাকে আমরা অনেকদিন খোঁজাখুঁজির পরে বাড়িতে নিয়ে আসি। পরে সিদ্ধান্ত হয় কাজীর নিকট গিয়ে বিবাহের সম্পর্কটি ছিন্ন করা হবে। এর কিছুদিন পর মেয়েটি পুনরায় বাড়ি থেকে পালিয়ে যায়। আমি যেহেতু সৎ বাবা এ বিষয়ে আমার আর কিছু বলার নাই। আমি ওই মেয়েকে আর বাড়িতে তুলবো না। তার মা যদি তাকে লালন-পালন করতে পারে তাকে বাড়িতে নিবে এতে আমার কোনো আপত্তি নেই।

সাতকানিয়া থানার উপ পরিদর্শক  খাইরুল হাসান বলেন, আমার কাছে এনেও বিষয়টি মিমাংসা করতে না পেরে উভয়কে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট গিয়ে পরামর্শ নেওয়ার জন্য বলেছিলাম ।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, এক মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক বাল্যবিবাহ দেওয়ার ঘটনায় ওই মাদ্রাসা ছাত্রী বাদী হয়ে আমার নিকট একটি অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে আইনশৃঙ্খলা ও কৃষি খাত নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি খাতের অগ্রগতি ও...

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা এবং রোমান ক্যাথলিক গির্জার...

অর্থনৈতিক সংস্কারে বিনিয়োগ পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কারের...

চলচ্চিত্র শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ...

কাশ্মীরে হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস কাশ্মীরে পর্যটকদের ওপর...

কাজ করার সময় রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাজমিস্ত্রির

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু নাছের (২৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু...

আরও পড়ুন

কাজ করার সময় রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাজমিস্ত্রির

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু নাছের (২৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত আবু নাছের একই এলাকার আবদুল কাদেরের দ্বিতীয় ছেলে বলে জানা গেছে।বুধবার (২৩ এপ্রিল)...

তরুণীকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

তরুণীকে ধর্ষণের দায়ে খোকন উদ্দিন (২৩) নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।আজ বুধবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন...

সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত যৌথ অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে...

দখলমুক্ত হল চকরিয়ার পর্যটন স্পট নিসর্গ পার্ক

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সবুজ ছায়ায় পাহাড় বেষ্টিত মাতামুহুরী নদী সংলগ্ন অপরূপ সৌন্দর্যে ঘেরা মানিকপুর নিভৃতে নিসর্গ পার্ককে জবর দখলমুক্ত করা হয়েছে।জুলাই বিপ্লব পরবর্তী সময়ে...