রবিবার, ১৮ মে ২০২৫

উচ্ছ্বাস আর উৎসবের আনন্দে রঙিন চট্টগ্রামে বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক

রোদের তীব্রতা উপেক্ষা করে চট্টগ্রামে নানা শ্রেণি পেশার মানুষ যোগ দিয়েছে বর্ষবরণ অনুষ্ঠানে। উচ্ছ্বাস আর উৎসবের আনন্দে রঙিন হয়ে উঠে চট্টগ্রামের বর্ষবরণ অনুষ্টান। সোমবার (১৪ এপ্রিল) ভোর হতেই বর্ণিল আয়োজনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বাংলা বর্ষবরণের আয়োজন করা হয়।  এবার জনসমাগম অন্য বছরের চেয়ে কম! তবে বিকেলে লোকে লোকারণ্য হয়ে উঠে সিআরবি এলাকা। । 

আগের দিন রবিবার সন্ধ্যায় নগরের বর্ষবরণ-বর্ষবিদায়ের সবচেয়ে বড় আয়োজনস্থল ডিসি হিলের নজরুল স্কয়ারে মঞ্চে ভাঙচুর, হামলার পর ভয়-আতঙ্কে লোকজন কম হয়েছে। রবিবার বিকেলে মঞ্চ ভাঙচুরের সোমবারের নববর্ষ বরণের অনুষ্ঠান বাতিল করেন আয়োজকেরা।

নববর্ষ উদ্‌যাপন পরিষদ রবিবার থেকে সিআরবির শিরীষতলায় দুদিনের অনুষ্ঠানের আয়োজন করে। রবিবার বিকেল ৪টায় শুরু হয় দুঘণ্টার বর্ষবিদায়ের অনুষ্ঠান। তবে উপস্থিতি ছিল গতবারের চেয়ে কম। কেউ কেউ রোদের প্রখরতাকে দায়ী করেছেন। তারপরও রোদের প্রখরতাকে উপেক্ষা করে চট্টগ্রামের সব গুলো বর্ষবরণ অনুষ্ঠানে কম-বেশি উপস্থিতি ছিল। এদিকে বর্ষবরণের আয়োজন ঘিরে নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা। এরই ধারায় পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনে নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে পহেলা বৈশাখ ও বর্ষবরণ।

নগরীর সিআরবির শিরীষতলায় নববর্ষ উদ্‌যাপন পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ৭টা থেকে চলে বর্ষবরণ অনুষ্ঠান। বিগত বছরগুলোতে বর্ষবরণস্থল লোকে লোকারণ্য হয়ে উঠলেও এবার সেখানেও ছিল দর্শক খরা। হয়নি শাহাবুদ্দিনের বলিখেলা, বসেনি বৈশাখী মেলা। তবে বৈশাখী সাজে তরুণ-তরুনী আর পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন বর্ষবরণ অনুষ্ঠান কিংবা পহেলা বৈশাখের আনন্দে মাততে।

ঐতিহ্যবাহী শিরীষ তলায় চট্টগ্রামের সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশন করা হয় নাচ গান আবৃত্তিসহ নানা আয়োজন।

হাত আর মুখে রং তুলির পরশে অনেকেই প্রকাশ করছেন পহেলা বৈশাখের আনন্দ, নগর ছাড়াও অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পহেলা বৈশাখ উদযাপন করতে শি আরবি শিরীষ তলায়।

বাংলা নববর্ষের এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এ দেশের সকল শ্রেণি পেশার-মানুষ একাকার হয়ে বরণ করে নিয়েছে ১৪৩২ বাংলা বছরকে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় ভায়োলিনিস্ট চিটাগংয়ের বেহালা বাদনের মধ্য দিয়ে সিআরবিতে। ‘নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের’ দিনব্যাপী আয়োজনে উদীচী চট্টগ্রাম, সঙ্গীত ভবন, সুরাঙ্গন বিদ্যাপীঠ বাংলাদেশ রেলওয়ে সাংস্কৃতিক ফোরাম, স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, সৃজামী, অদিতি সঙ্গীত নিকেতনসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সম্মিলিত গান পরিবেশন করেন।

বোধন আবৃত্তি পরিষদ, শব্দনোঙ্গর, তারুণ্যের উচ্ছ্বাসসহ কয়েকটি সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন বৃন্দআবৃত্তি। ওড়িষি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, নৃত্যনীড়, রাগেশ্রীসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফারুক তাহের বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। সকল মত-পথের ঊর্ধ্বে উঠে দিনটি আমাদের এক হয়ে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আঁকড়ে ধরার প্রেরণা দেয়। আমরা একেকজন একেক ধর্মের অনুসারী হতে পারি। পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, পৌষপার্বণ, নবান্ন এগুলো আমাদের চিরায়ত সংস্কৃতি।’

এছাড়া নগরের বাদশা মিয়া সড়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের ক্যাম্পাস থেকে ৩০-৪০ জন নারী-পুরুষের উপস্থিতিতে সকালে বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়।

তবে প্রতিবছর ওই শোভাযাত্রার ব্যানারে ‘মঙ্গল শোভাযাত্রা’ লেখা থাকলেও এবার ছিল না। এবার লেখা ছিল ‘বর্ষবরণ ২০৩২, চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’।

শোভাযাত্রাটি চট্টেশ্বরী মোড় হয়ে আলমাস মোড়, কাজীর দেউড়ি মোড়, এস এস খালেদ রোড, প্রেস ক্লাব ঘুরে সার্সন রোড হয়ে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন: গান-নৃত্য আর লোকজ ঐতিহ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যাগে সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে নববর্ষের আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
পুরনো বছরের দৈন্যতা, গ্লানি মুছে দিয়ে নতুন বছরকে নতুনভাবে সাজিয়ে সকলে মিলে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করবো আহবানে প্রতিবারের ন্যায় এবারও চট্টগ্রাম জেলা প্রশাসন- জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে বর্ণিল আয়োজনে উদযাপন করেছে বাংলা নববর্ষ।

সোমবার সকাল ৮টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জাতীয় সংগীত পরবর্তী পহেলা বৈশাখের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। এর পর ‘এসো হে বৈশাখ এসো এসো’ শ্লোগানে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এদিকে জেলা প্রশাসনের সাথে পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ, জেলা পুলিশ, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বাদ্যের তালে তালে গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যের লোকজ উপকরণ পালকি, পুতুল, রঙিন প্ল্যাকার্ড আনন্দ শোভাযাত্রায় যোগ করেছে অনন্য মাত্রা।

এদিকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে ও চান্দগাঁও ভূমি সার্কেলের সহকারী কমিশনার মোঃ ইউসুফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পহেলা বৈশাখের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী ও সিএমপি’র উপ-পুলিশ কমিশনার নেছার উদ্দিন আহমেদ।
শেষে অনুষ্ঠান মঞ্চে দলীয় সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করেন চট্টগ্রাম জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা।

এদিকে বেলা ১২টার দিকে নগরের বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে বর্ষবরণের শোভাযাত্রা বের হয়। চট্টগ্রাম মহানগর বিএনপিও নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করে।

হরেক বকমের পণ্যের পসরা নিয়ে বসেছে মেলা: সিআরবি সাত রাস্তার মোড়সহ এদিক ডিসি হিলের সামনের সড়ক জুড়ে বসেছে গ্রামীন ঐহিত্যের নানান পণ্যের মেলা। ডিসি হিলেল সামনের সড়ক জুড়ে দুইপাশ থেকে শুরু হয়ে বৌদ্ধ মন্দির মোড় থেকে মোমিন রোড় পর্যন্ত শত শত পণ্যের মেলা বসে। নারী-িশশুসহ নানান বয়েসী মানুষ এসব গৃরস্থালী পণ্য কিনতে ভিড় করতে দেখা যায়। রাত ৮টা পর্যন্ত ডিসি হিলে সামনের সড়ক থেকে বৌদ্ধ মন্দির মোড় থেকে মোমিন পর্যন্ত মেলায় মানুষের কেনাকাটা চলে। দুপুরেরর পর থেকে ভিড় বেড়ে যায়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীর ইসমাইল চান্দগাঁও থানায় গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশে...

অতিরিক্ত আইজিপি হলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বিপিএম ডিআইজি...

ছিনতাইয়ের ১০দিন পর ব্যবসায়ীর স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে টার্গেট করে এসে...

সীতাকুণ্ডে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলের বাঁশবাড়িয়া এলাকার সাগরে নিখোঁজ হওয়া...

বাঁশখালী‌তে সিএন‌জি বাঁচা‌তে ট্রাক খা‌দে, আহত ৪

বাঁশখালী প্রধান সড়‌কের সাধনপুর ইউ‌নিয়‌নের উত্তর বৈলগাঁও ঝিনঝি ফকির...

স্কুলের মাঠে কোরবানীর পশুর হাট বসতে দেয়া হবেনা: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম...

আরও পড়ুন

কর্ণফুলীর ইসমাইল চান্দগাঁও থানায় গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশে ৮৮ ধারায় মো. ইসমাইল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৮ মে) ভোর সাড়ে...

অতিরিক্ত আইজিপি হলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বিপিএম ডিআইজি পদমর্যাদা থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন।রোববার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন...

ছিনতাইয়ের ১০দিন পর ব্যবসায়ীর স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে টার্গেট করে এসে নগরীর রেলওয়ে স্কুল গেট এলাকায় আসতেই গতিরোধ করে এক ব্যক্তির ২৫ লাখ টাকার স্বর্ণ ছিনতাইয়ের...

স্কুলের মাঠে কোরবানীর পশুর হাট বসতে দেয়া হবেনা: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেছেন, আসন্ন পবিত্র ঈদ-উল আযহাকে কেন্দ্র করে জেলা ও নগরীর কোন স্কুল মাঠে কোরবানীর পশুর...