সোমবার, ১২ মে ২০২৫

❝আমি কিছুই জানিনা❞ সেটা জানতে পারার নামই জ্ঞান

মতামত

প্রায় ১,৪০০ কোটি বছর আগের কথা। এক অকল্পনীয় বিস্ফোরণের পরেই বিশ্ব-ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। বিজ্ঞান এই বিস্ফোরণের নাম রেখেছে বিগ ব্যাং। তরতরিয়ে ক্রমাগত প্রসারিত হচ্ছে এই ব্রহ্মাণ্ড; অনেকটা বেলুনে হাওয়া দিলে যেমনটা দেখায়। ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে, এবং সেখানেই নতুন করে হা‌ইড্রোজেন থেকে তৈরি হচ্ছে নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি। বিশাল এই ব্রহ্মাণ্ডের নেই কোনও শুরু, নেই কোনও শেষ। সৃষ্টি ও ধ্বংস এ যেন অনন্ত কালের বিরতিহীন যাত্রা…..!! 

আর এই বিশাল আকাশগঙ্গার বুকে পৃথিবী যেন পরমাণুর ন্যায় এক অতি ক্ষুদ্রতর কণা। তাহলে এবার কল্পনা করুন আমাদের অবস্থান কিংবা অস্তিত্ব কোথায়। অথচ আমাদের অহংকার আর আমিত্ববোধ এর অবস্থান আকাশচুম্বী।

জন্মজন্মান্তর ধরে আমাদের এই যাত্রা। অথচ এতো আপন হয়েও আমরা চলতে পারিনা এক সাথে। দুর্গম এই পথে আমরা ভীষণ একা।

অথচ আমরা চাইলেই পৃথিবীর এই কঠিন যাত্রা সহজ-সরল ও সুগম করে তুলতে পারি। কিন্তু দূর্ভাগ্যবশত আমরা কেউই মিলে চলতে কিংবা থাকতে আগ্রহী নই। কেননা আমরা বেশিরভাগ সময়ই “আমিই ভালো,আমরাই ভালো” মতবাদ নিয়ে চলি।

আমাদের প্রত্যকেরই আলাদা-আলাদা দর্শন রয়েছে, রয়েছে ভিন্ন-ভিন্ন মতাদর্শ।

আর এই আইডিওলজির কারণে আমরা ছোট ছোট দিলে বিভক্ত হই, সৃষ্টি হয় বিখণ্ডায়ন। যা ক্রমেই বিভাজন-বিবাদ আর কলহে রূপ নেয়। নিজের মত অন্যের উপর চাপিয়ে দিয়ে সৃষ্টি করি সংঘাত; তারপর মহাপ্রলয়; অবশেষে ধ্বংস হয় পৃথিবী।

জাতি-গোত্র,দল-মত,ধর্ম-বর্ণ, নির্বিশেষে আমরা কেউই পারিনা একসাথে চলতে। কারণটা আগেই বললেম, “ঐ যে তুমি বলছো তুমিই উত্তম, আমি বলছি আমিই।”

৬/৯এর খেলার মত আমরা নিজের দৃষ্টিতে নিজেই সঠিক। মনে হয় যেন আমার দর্শন কিংবা মতাদর্শই চূড়ান্ত এবং সর্বোত্তম। সম্ভবত আমরা কেউই ভালো কিংবা মন্দ নই।

তবে হ্যা আমরা চাইলে সলিউশন কিংবা সলিড পার্সেপশনে আসতে পারি। হ্যা, সত্যিইই পারি!

কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন উভয়ের মধ্যেই সমঝোতা কিংবা বোঝাপড়া।

রবি ঠাকুরে কথায় বলতে হয়,

❝ খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া

মনের সঙ্গে এক রকমে করে নে ভাই, বোঝাপড়া।

তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো–

ভুলে যা ভাই, কাহার সঙ্গে কতটুকুন তফাত হল।

মনেরে তাই কহ যে,

ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। ❞

তাই বলি বিনয় বাক্যে করতে হবে প্রেম নিবেদন। নিজেকে বোঝাতে সক্ষম হতে হবে যে,আমার মধ্যে অযুত-নিযুত অজানা অগণিত বিষয় থাকতে পারে! মানতে হবে বিপরীত ব্যক্তি আমা’ হতে বহুগুণে জ্ঞানী হতেই পারে। আমি যা ভাবছি তা সব সময় সঠিক নাও হতে পারে, কিংবা আমি যা যা করছি ।

মহাত্মা গৌতম বুদ্ধ বলেছেন….!

জ্ঞানের ৩টি ধাপ রয়েছে।

মানুষ যখন জ্ঞানের প্রারম্ভিক পর্যায়ে থাকে তথা প্রথম স্তরে অবস্থান করে। তখন সে নিজেকে মহাজ্ঞানী ভাবতে শুরু করে।

আর যখন দ্বিতীয় স্তরে অধিষ্ঠিত হয় তখন সে বিনয়ী হয়। সর্বশেষ তথা চূড়ান্ত পর্যায়ে যখন উন্নীত হয় তখন সে নিজেকে মহামূর্খ ভাবে।

সুফিবাদের সুত্রটা অনেকটা এমনই…

বিশ্বাস,ভক্তি ও প্রেম যোগে মুক্তি।

আস্তিকও স্বাধীন,নাস্তিকও স্বাধীন,যেকোন ধর্ম স্বাধীন। এই সরল অবস্থানে আমাদের অটুট থাকতে হবে। তবেই সমস্ত কিছুই সহজ হয়ে যাবে।

সংঘর্ষ ঘুচে যাবে। মানব মনে বইবে প্রশান্তির হাওয়া।

“ তু হিন্দু বানেগা না মুসলমান বানেগা

ইনসান কি আওলাদ ইনসান বানেগি ”

মহীয়সী পুরুষ সক্রেটিসের সেই মহান জ্ঞানের সংজ্ঞাটা বার বার মাথায় ঘোরে….!

“আমি কিছুই জানিনা”

সেটা বুঝতে বা জানতে পারার নামই জ্ঞান।

জয় হোক মানুষের,জয় হোক মানবতার।

আলো আসুক; আসবেই।

আমরা স্বপ্ন দেখি সুন্দর প্রাণবন্ত সকাল।

লেখক: গিয়াস উদ্দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের শিরোপা জিতলো কক্সবাজার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শিরোপা জিতেছে কক্সবাজার...

পটিয়ায় দুই ছাত্রলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া ও বোয়ালখালী থানা পুলিশের যৌথ অভিযানে বৈষম্য...

বুকে মানবাধিকার সাংবাদিকের কার্ড, পেটে ইয়াবা

বুকে মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সংস্থার কার্ড, আর পেটে...

প্রেমের ফাঁদে বাসায় নিয়ে সর্বস্ব হাতিয়ে নিয়ে খুন, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজার এলাকায় প্রেমের ফাঁদে ফেলে...

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ ২ জনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ও পৌরসভাধীন এলাকায় দুটি পৃথক...

বোয়ালখালীতে পুলিশের হাতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্রসহ গিয়াস উদ্দীন সাব্বির (২৯) নামের এক...

আরও পড়ুন

চিরকুটে শেষ বিদায়, গুলিতে অবসান—র‌্যাব কর্মকর্তার আত্মহত্যা

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে র‌্যাব-৭-এর ক্যাম্প থেকে পলাশ সাহা নামে র‍্যাবের এক সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার...

চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী কন্টেইনার স্ক্যানারের কার্যক্রম পুনরায় চালু

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অর্থায়নে স্থাপিত রপ্তানীমুখী কন্টেইনার স্ক্যানারের অপারেশনাল কার্যক্রম পুনরায় চালু করেছে। আইএসপিএস কোড বাস্তবায়নের অংশ হিসেবে বন্দরের এই উদ্যোগ আন্তর্জাতিক...

বিচার বিভাগের স্বাধীনতা একটি অপরিহার্য বিষয়: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা একটি অপরিহার্য বিষয়। যদি বিচার বিভাগ স্বাধীন না হয়, কোনো সেক্টরের সংস্কার কার্যক্রমই স্থায়িত্ব...