অবশেষে নানা জল্পনা-কল্পনার পর আজ শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনের সাইডলাইনে ১২টা ১০ মিনিটে সাংগ্রিলা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদী পাশাপাশি চেয়ারে বসেছিলেন।
গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের পলায়নের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনুস রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার নেন।
এরপর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়ে। ভারত সরকার বাংলাদেশের জনগণের ভারতে গমনাগমনের জন্য নামকাওয়াস্তে ভিসা চালু রাখে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেওয়া হলেও চিঠির জবাব দেয়নি ভারত সরকার। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের সাত মাস পেরিয়ে গেলেও প্রতিবেশী দু’দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে মুখোমুখি সাক্ষাৎ হয়নি।
প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বিমসটেক সম্মেলনে যাওয়ার আগে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের জানান, অধ্যাপক ইউনূস ৪ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে বিমসটেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্বভার নেবেন।
দুই যুগেরও বেশি সময় আগে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ জোট গঠিত হলেও খুব বেশি কার্যকর ভূমিকা দেখা যায়নি। বিমসটেক সদস্য ভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ সকলকে নিয়ে এগিয়ে যেতে চান অধ্যাপক ইউনূস।
আর এইচ/