মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

গভীর রাতে দুই ‘সন্ত্রাসী’ গ্রুপের গোলাগুলি, নিহত দুজন

নিজস্ব প্রতিবেদক

নগরীর চকবাজার থানা এলাকায় অবৈধ বালুর মহালকে কেন্দ্র করে আধিপত্যের দ্বন্দ্বের জেরে  দুটি ‘সন্ত্রাসী’ গ্রুপের সংঘর্ষে  নিহত হয়েছেন দু’জন। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরো দুজন। 

রোববার (৩০ মার্চ) ভোররাত পৌনে ৩ টায় নগরীর চকবাজার থানাধীন সিরাজদ্দৌলা সড়কের চন্দনপুরা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার হাটহাজারী উপজেলার বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ, যাদের বয়স ৩০ থেকে ৩৬ বছরের মধ্যে। আহতরা হলেন রবিন ও হৃদয়।

এক প্রত্যক্ষদর্শী রিকশাচালক জানান, চট্টমেট্রো গ ১২-৯০৬৮ নম্বরের প্রাইভেট কারটিকে তিনটি মোটর সাইকেল ধাওয়া করে চন্দনপুরার দিকে নিয়ে আসে। এরপর এক্সেস রোডের মুখে গাড়িটি থামিয়ে পেছন ও পাশ থেকে গুলি চালানো হয়।

রিকশাচালকের ভাষ্যমতে, গুলির সময় গাড়িতে থাকা লোকজন ‘বাঁচাও বাঁচাও’ বলে সাহায্যের আকুতি জানান। ঘটনার সময় এক্সেস রোডের মুখে একটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকলেও গুলির শব্দে দ্রুত চলে যায়।

ঘটনাস্থলে থাকা প্রাইভেট কারটির পেছনের কাচে গুলির চিহ্ন এবং চালকের আসন ও পাশের জায়গায় রক্তের দাগ দেখা গেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বায়েজিদ এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার বাবলার অনুসারীদের সাথে খোরশেদ, রায়হান ও হাসানের গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকার বালুর মহালকে কেন্দ্র করে সারোয়ার বাবলার সঙ্গে খোরশেদ, রায়হান ও হাসানের গ্রুপের দ্বন্দ্ব ছিল। গতকাল শনিবার বাবলা গ্রুপ ৬ জন নিয়ে একটি প্রাইভেটকারে ছিল, আর খোরশেদ গ্রুপ চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করে। এতে পারস্পরিক গোলাগুলি হয়, এবং তাদের কাছে ভারী অস্ত্র ছিল।

চন্দনপুরা এলাকার এক মোটর রিকশা চালক বলেন, ‘চন্দনপুরা এলাকায় পুলিশের টহল গাড়ি দেখে সারোয়ার গ্রুপের একজন সাহায্য চাইতে যান। এর মধ্যে মোটরসাইকেলে এসে অন্য গ্রুপ প্রাইভেটকার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং গুলিবিদ্ধ হন আরও দুজন।  জানা গেছে, ইমন নামে একজন পুলিশ হেফাজতে আছে। সারোয়ার বাবলা পলাতক।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জানিয়েছেন, রাজাখালী এলাকা থেকে প্রাইভেট কার লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে ধাওয়া করা হয়। প্রাইভেটকারটি বাকলিয়া এক্সেস রোড দিয়ে ঢোকে। মোটরসাইকেল থেকে অনবরত ছোঁড়া গুলির মুখে একপর্যায়ে এক্সেস রোডের অপরপ্রান্ত চন্দনপুরায় এসে কারটি থেমে যায়। তখন গুলিতে কারের আরোহীদের মধ্যে দুজন নিহত ও দুজন আহত হন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আজকের দিনটা আপন করে নেওয়ার দিন: প্রধান উপদেষ্টা

‘আজকের দিন আপন করে নেওয়ার দিন। আমরা সেই বাণী...

মায়ানমার পাচারকালে বিপুল মালামালসহ আটক -৬

কক্সবাজার থেকে বিপুল মালামাল নিয়ে মায়ানমার পাচারকালে ৬ জনকে...

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মূখর পরিবেশে বান্দরবানে ঈদের জামাত অনুষ্ঠিত

দীর্ঘ একমাস সিয়াম সাধনার মাধ্যমে অধিক সোওয়াব ও নেক...

চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত 

দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও...

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জনের পরিচয় মিলেছে

লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

চট্টগ্রামে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

আজ পবিত্র ঈদ-উল-ফিতর। একমাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয়...

আরও পড়ুন

আজকের দিনটা আপন করে নেওয়ার দিন: প্রধান উপদেষ্টা

‘আজকের দিন আপন করে নেওয়ার দিন। আমরা সেই বাণী আমাদের মনে ধারণ করে প্রত্যেকেই যেন পরস্পরকে ধারণ করি, যত রকম দূরত্ব ছিল, সেই দূরত্ব...

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মূখর পরিবেশে বান্দরবানে ঈদের জামাত অনুষ্ঠিত

দীর্ঘ একমাস সিয়াম সাধনার মাধ্যমে অধিক সোওয়াব ও নেক আমলের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য, সান্নিধ্য লাভের আশায় সারাবিশ্বের মুসলিম উম্মাহ'র কাছে ধর্মীয় মর্যাদার দিক দিয়ে...

চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত 

দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সারাদেশের ন্যায় চট্টগ্রামেও রবিবার সকালে  ধর্মপ্রাণ মুসল্লীরা ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন।সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য,...

চট্টগ্রামে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

আজ পবিত্র ঈদ-উল-ফিতর। একমাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সারাদেশের ন্যায় ঈদ-উল-ফিতর উদযাপন করেছে চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)...