মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

ঈদে নগরজুড়ে চুরি-ছিনতাই প্রতিরোধে র‍্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাস-স্টেশন এবং ট্রেন স্টেশনে বেড়েছে ঘুরমুখো মানুষের ভিড়। এই সুযোগে অপরাধী চক্রও নেমেছে পথে-ঘাটে। এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭), চট্টগ্রাম, সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে। নগরীসহ বিভিন্ন জনবহুল এলাকায় নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদ উপলক্ষ্যে র‍্যাবের কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়।

র‍্যাব জানিয়েছে, নগরসহ বিভিন্ন জনবহুল এলাকায় র‍্যাবের নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে তাদের বাড়িতে যেতে পারে সেজন্য র‍্যাব-৭, চট্টগ্রাম এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ যেন কোন ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে না পড়ে সেজন্য র‍্যাব-৭ এর দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে অলংঙ্কার, একে খাঁন বাসস্ট্যান্ড, এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এছাড়া, বাসের টিকেট সিন্ডিকেট, কালোবাজারি এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

ঈদের ছুটিতে বাসা-বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে কেউ যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য বিশেষ টহল ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ পরবর্তী সময়েও সড়ক ও মহল্লাগুলোতে ছিনতাই, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে র‌্যাবের বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

ঈদ জামাতকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, হামলা কিংবা গুজব ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করতে র‌্যাব-৭ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিনোদন কেন্দ্র, পার্ক, চিড়িয়াখানাসহ জনসমাগমস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‌্যাব-৭ জানিয়েছে, গত ১ মার্চ থেকে ২৮ মার্চ ২০২৫ পর্যন্ত অভিযান চালিয়ে তারা ১০ জন দুষ্কৃতকারী ও নাশকতাকারী এবং ১৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এছাড়াও ঈদ পরবর্তী বিনোদন কেন্দ্র, পার্ক, চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে কেউ যেন কোনও ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোন উদ্বুব্ধ পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব-৭ এর পর্যাপ্ত রিজার্ভ ফোর্স প্রস্তুত রয়েছে।

র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ-উল-ফিতর উপলক্ষে নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে এবং যেকোনো সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে র‌্যাব-৭ সর্বোচ্চ সচেষ্ট থাকবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মায়ানমার পাচারকালে বিপুল মালামালসহ আটক -৬

কক্সবাজার থেকে বিপুল মালামাল নিয়ে মায়ানমার পাচারকালে ৬ জনকে...

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মূখর পরিবেশে বান্দরবানে ঈদের জামাত অনুষ্ঠিত

দীর্ঘ একমাস সিয়াম সাধনার মাধ্যমে অধিক সোওয়াব ও নেক...

চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত 

দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও...

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জনের পরিচয় মিলেছে

লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

চট্টগ্রামে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

আজ পবিত্র ঈদ-উল-ফিতর। একমাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয়...

ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়বো: প্রধান উপদেষ্টা

যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গঠনের...

আরও পড়ুন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মূখর পরিবেশে বান্দরবানে ঈদের জামাত অনুষ্ঠিত

দীর্ঘ একমাস সিয়াম সাধনার মাধ্যমে অধিক সোওয়াব ও নেক আমলের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য, সান্নিধ্য লাভের আশায় সারাবিশ্বের মুসলিম উম্মাহ'র কাছে ধর্মীয় মর্যাদার দিক দিয়ে...

চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত 

দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সারাদেশের ন্যায় চট্টগ্রামেও রবিবার সকালে  ধর্মপ্রাণ মুসল্লীরা ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন।সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য,...

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জনের পরিচয় মিলেছে

লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন।আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া...

চট্টগ্রামে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

আজ পবিত্র ঈদ-উল-ফিতর। একমাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সারাদেশের ন্যায় ঈদ-উল-ফিতর উদযাপন করেছে চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)...