পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাস-স্টেশন এবং ট্রেন স্টেশনে বেড়েছে ঘুরমুখো মানুষের ভিড়। এই সুযোগে অপরাধী চক্রও নেমেছে পথে-ঘাটে। এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭), চট্টগ্রাম, সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে। নগরীসহ বিভিন্ন জনবহুল এলাকায় নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদ উপলক্ষ্যে র্যাবের কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়।
র্যাব জানিয়েছে, নগরসহ বিভিন্ন জনবহুল এলাকায় র্যাবের নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে তাদের বাড়িতে যেতে পারে সেজন্য র্যাব-৭, চট্টগ্রাম এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ যেন কোন ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে না পড়ে সেজন্য র্যাব-৭ এর দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে অলংঙ্কার, একে খাঁন বাসস্ট্যান্ড, এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া, বাসের টিকেট সিন্ডিকেট, কালোবাজারি এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
ঈদের ছুটিতে বাসা-বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে কেউ যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য বিশেষ টহল ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ পরবর্তী সময়েও সড়ক ও মহল্লাগুলোতে ছিনতাই, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে র্যাবের বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।
ঈদ জামাতকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, হামলা কিংবা গুজব ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করতে র্যাব-৭ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিনোদন কেন্দ্র, পার্ক, চিড়িয়াখানাসহ জনসমাগমস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব-৭ জানিয়েছে, গত ১ মার্চ থেকে ২৮ মার্চ ২০২৫ পর্যন্ত অভিযান চালিয়ে তারা ১০ জন দুষ্কৃতকারী ও নাশকতাকারী এবং ১৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এছাড়াও ঈদ পরবর্তী বিনোদন কেন্দ্র, পার্ক, চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে কেউ যেন কোনও ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোন উদ্বুব্ধ পরিস্থিতি মোকাবেলায় র্যাব-৭ এর পর্যাপ্ত রিজার্ভ ফোর্স প্রস্তুত রয়েছে।
র্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ-উল-ফিতর উপলক্ষে নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে এবং যেকোনো সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে র্যাব-৭ সর্বোচ্চ সচেষ্ট থাকবে।
চট্টগ্রাম নিউজ/ এসডি/