চট্টগ্রাম শহরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আরো ৩১ অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী এবং সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ মার্চ) দুপুরে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন—আব্দুল্লাহ আল মামুন (৪১), সাহাব উদ্দিন (৩৫), বাবুল মিয়া (৩৫), রবিউল হাসান প্রকাশ হাসান (৩৮), সোহেল (৩৪), শাহীন (২৯), মুরাদ হোসেন (৩০), সাগর (২৪), জসিম (৪০), মেহেদী হাসান (২৭), মো. আসিফ (২১), মো. মুন্না (২৫), আসিফ ইবনে আজিজ (২৬), মিজানুর রহমান মিলন (৪৯), আব্দুল হাকিম প্রকাশ রিংকু (২০), নিজাম হাওলাদার (৫৬), মো. সাজ্জাদ হোসেন বাবু (৩০), মো. জুয়েল মীর (৩২), মাহাবুব হোসেন বিজয় (১৯), আলী (৪৪), মনির (২৫), সাইফুল ইসলাম বাবু (২৩), তৌহিদুল আলম (৩২), হোসেন (২৪), মো. সাইফুল ইসলাম (২৫), মো. সোহেল প্রকাশ বাচা (৩৩), আরমান (২৫), আবু তারেক (৩১), মুছা সোহেল (৩৪), মো. জাফর (৪৮) এবং আরিফ হোসেন (২৫)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন এবং পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
আর এইচ/