চট্টগ্রামের কর্ণফুলীতে দীর্ঘদিনের পুরোনো চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে।
উপজেলার বড়উঠান (৪ নম্বর ওয়ার্ড) শাহমীরপুর আবদুল জলিল বাইপাস সড়ক নামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ ও থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন।
অভিযোগ ও জিডি কপিতে উল্লেখ করা হয় সড়কটি দীর্ঘদিনের পুরানো প্রায় ৮০ বছরের। রাস্তাটি দিয়ে পুরো এলাকার মানুষ চলাচল ও চাষীরা ধানখেতে চলাফেরা করে।
কিন্তু ওই রাস্তাটি স্থানীয় আসাদুল ইসলাম টিপু নামে এক ব্যক্তি দেয়াল নির্মাণ করে বন্ধ করতে চাচ্ছেন। এতে এলাকাবাসী বাঁধা দিলেও প্রাণনাশের হুমকি প্রদান করেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ও বড়উঠান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) পংকজ দত্ত বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ