সোমবার, ৩১ মার্চ ২০২৫

চকবাজারে ছাত্রলীগের মিছিল, পুলিশের মামলায় আসামি ৭৬

চট্টগ্রাম নিউজ ডেক্স

চট্টগ্রাম নগরীর চকবাজারের চট্টেশ্বরী মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীসহ ৭৬ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০ থেকে ৫০ জনকে।

মামলায় আসামিদের বিরুদ্ধে ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য সম্প্রচার, রাষ্ট্রের ক্ষতিসাধন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অর্থায়ন’ করার অভিযোগ আনা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাতে চকবাজার থানায় মামলাটি করা হয়। মামলার বাদী  থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন— নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন, সরাইপাড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য নওশাদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য গিয়াস উদ্দিন সুজন, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আজিম, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবু, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহাম্মদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সাইফুল আলম লিমন, নগর যুবলীগের যুগ্ম সম্পাদক মো. সাজিদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান, নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম সামদানি জনি, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম প্রমুখ।

এজাহারে মামলার বাদী উপপরিদর্শক এনামুল হক উল্লেখ করেছেন, গত ২৫ মার্চ সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে গোলপাহাড় মোড়ে অবস্থানকালে তিনি বেতার যন্ত্রের মাধ্যমে সংবাদ পান, ছাত্রলীগের নেতা-কর্মীসহ আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে চট্টেশ্বরী মোড় থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগানসহ মিছিল করছে। সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলে অংশগ্রহণকারীরা কৌশলে অলি-গলি দিয়ে দিক-বেদিক দৌঁড়ে পালিয়ে যায়। আসামিরা ছাত্রলীগের নামে বিভিন্ন স্লোগান ও সরকারবিরোধী উস্কানিমূলক স্লোগান দিয়ে হাতে লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম করছিল। ঘটনাস্থল থেকে আসামিদের ফেলে যাওয়া ১০টি কাঠের লাঠি এবং ১৮টি ইটের ভাঙা টুকরা জব্দ করেন তিনি।

পরে বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ করে তিনি জানতে পারেন যে, পলাতক এবং অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন সরকারের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কাজ পরিচালনা করতে ঘটনাস্থল, আশেপাশে অবস্থান ও সমর্থনপূর্বক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশে-বিদেশে থেকে সহায়তা, অর্থ প্রদান, ভ্ৰান্তিমূলক তথ্য সম্প্রচার ও আসামিদের আশ্রয়দানসহ বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম করতে প্ররোচিত করেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির বলেন, গত মঙ্গলবার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় গতকাল (বুধবার) পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে আনুমানিক ১০ জনকে আমরা গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্পেস থিম নিয়ে বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের ১৬-তম ব্র্যাঞ্চ এখন চট্টগ্রামের হালিশহরে!

ঈদের জমজমাট আয়োজন দিয়ে চট্টগ্রাম হালিশহরে বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ড...

বোয়ালখালীতে ৫ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা 

পবিত্র ঈদ-উল-ফিতর'কে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামের...

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে,  কাল ঈদ

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল...

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের...

সন্ধ্যায় বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি

ঈদুল ফিতরের দিন নির্ধারণে আজ বৈঠকে বসবে জাতীয় চাঁদ...

দক্ষিণ চট্টগ্রামসহ দেশের শতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর 

দক্ষিণ চট্টগ্রাম ও দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামে পবিত্র...

আরও পড়ুন

বোয়ালখালীতে ৫ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা 

পবিত্র ঈদ-উল-ফিতর'কে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামের বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রবিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার শাকপুরা চৌমুহনী , গোমদন্ডী ফুলতল,...

দক্ষিণ চট্টগ্রামসহ দেশের শতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর 

দক্ষিণ চট্টগ্রাম ও দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।  মির্জাখীল দরবার শরীফের অনুসারী শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পবিত্র ঈদুল...

গভীর রাতে দুই ‘সন্ত্রাসী’ গ্রুপের গোলাগুলি, নিহত দুজন

নগরীর চকবাজার থানা এলাকায় অবৈধ বালুর মহালকে কেন্দ্র করে আধিপত্যের দ্বন্দ্বের জেরে  দুটি ‘সন্ত্রাসী’ গ্রুপের সংঘর্ষে  নিহত হয়েছেন দু'জন। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে...

পর্যটক বরণে প্রস্তুত পাহাড় কণ্যা বান্দরবান

ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড় কণ্যা বান্দরবান ইতিমধ্যে জেলার হোটেল,মোটেল ও রিসোর্ট সমূহের ৮০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাবসায়িরা।শেষ...