বাকলিয়া থানা এলাকার একটি বাসা থেকে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন চুরির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৩ মার্চ) দেওয়ান বাজার ১ নম্বর গলি নিরাপদ হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রোজিনা বেগম (৪০) ও তাসনুভা বেগম (২২)।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, গতকাল দুপুর দেড়টায় সুমাইয়া আক্তার নুপুর ও তার খালা বুল বেগম দেওয়ান বাজার এলাকার নিজ বাসায় তালা দিয়ে টেরিবাজার ঈদের কেনাকাট করতে যান। বাসায় ফিরে দেখেন তার বেডরুমের আলমারির তালা ভাঙা ও রুমের ভেতর কাপড় চোপড় ছড়ানো ছিটানো। বিষয়টি তিনি ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানায়। পরে সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুই নারী চোরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এছাড়া তালা ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আর এইচ/