চট্টগ্রামে বাংলাদেশ বেতার কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদ অপুকে অবরুদ্ধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ২টার দিকে নগরীর আগ্রাবাদে বাংলাদেশ বেতার ভবনে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের ৪ আগস্ট অপুর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে কারফিউ জারি করা হয়েছিল, যা তাদের আন্দোলন দমনের জন্য ব্যবহৃত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে দুপুর আড়াইটার দিকে হেফাজতে নেয়।
এর আগে, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) অপুর বিরুদ্ধে ৫৮ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। অনুসন্ধানে বেরিয়ে আসে, তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন সিন্ডিকেটের মাধ্যমে বদলি, নিয়োগ ও অস্ত্রের লাইসেন্স বাণিজ্যে জড়িত ছিলেন।
ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম জানান, অপু একজন সরকারি কর্মকর্তা হওয়ায় বিষয়টি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
পুলিশ জানায়, অপুর বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে দুদকের সঙ্গে আলোচনা চলছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আর এইচ/