সাতকানিয়ায় রাতের আঁধারে কৃষি জমির টপ সয়েল কাটার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস সোমবার রাত ১২ টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া বণিকপাড়া ও সত্যপীর মাজার এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া জামাল মেম্বার বাড়ি এলাকার মোহাম্মদুল হকের ছেলে জয়নুল আবেদীন আরাফাত (৩০)।
ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মিল্টন বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে জয়নুল আবেদীনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এতে সহায়তা করেন থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
ইউএনও বলেন, কৃষিজমি রক্ষার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।