নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
রোববার (২ মার্চ) রাত ১২টা থেকে সোমবার (৩ মার্চ ) রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হয়েছেন নজির আহমদ প্রকাশ আরিয়ান (২৬), মেজবাহ উদ্দিন (২৪), মো. তারেক (৩৭), জুবায়ের (২৪),মো. তৌহিদুল ইসলাম আসিফ (২০), মাসুক মিয়া (৪৯), শামসুল ইসলাম (৪১), নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ফটিকছড়ি উপজেলা শাখার সহ-সম্পাদক মো. শাবরাজ খাঁন মিরাজ (২৪), মিজানুর রহমান সানি (৩৫), আলী আজম (২৩), মোহাম্মদ মিল্লাত (২৪), মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০), মো. রুবেল (২৬), মো. শাহজাহান (৫৫),মো. আবুল কালাম পারভেজ (৩৩), মো. খোকন (৩০), শহিদুল ইসলাম (১৯), আব্দুল জলিল প্রকাশ জয়নাল প্রকাশ রকি (২৮), মো. কামাল (২৪), মো. আরিফুল ইসলাম আরিফ (১৯), মো. সাহেদ (২৪), মো. নবী প্রকাশ গোপাল (২৫), মো. বেলাল হোসেন শাওন (২৫), মো. তাজউদ্দিন (৩৫), মো. তাজুল ইসলাম (৩৬), মো. রুবেল (৩৮),মো. রুবেল (২৬), শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বশির (৩৬), মো. সাকিবুল ইসলাম (২৮) ও মো. আনোয়ার ইসলাম সাকিব (২৫)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
আর এইচ/