বুধবার, ১২ মার্চ ২০২৫

বেক্সিমকো ১৪টি প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ

শ্রমিকদের পাওনা ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা দেবে সরকার: শ্রম উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ:

ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকোর লে-অফ হওয়া ১৪টি প্রতিষ্ঠানের ৩৩ হাজার ২৩৪ জন কর্মকর্তা-কর্মচারীকে বেতন বাবদ ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করবে সরকার। আগামী ৯ মার্চ থেকে এই বেতন বিতরণ শুরু করে রোজার মাঝামাঝি শেষ করা হবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বেতন পাবেন ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকো লিমিটেডের ১৪টি প্রতিষ্ঠানের কর্মীরা।

বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বেক্সিমকোর বন্ধ কারখানার ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক এবং ১ হাজার ৫৬৫ জন কর্মকর্তাকে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকা পরিশোধ করা হবে। এ জন্য অর্থ বিভাগ তাদের পরিচালন ব্যয় থেকে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা এবং শ্রম মন্ত্রণালয় ঋণ হিসেবে বাকি ২০০ কোটি টাকা দেবে।

সাখাওয়াত হোসেন বলেন, শুক্রবার বেক্সিমকো শিল্প পার্কের ১৪টি প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হবে।

শ্রম উপদেষ্টা বলেন, বেক্সিমকোর কর্মকর্তা-কর্মচারীরা এমন কিছু করবেন না যাতে আমাদের কঠোর হতে হয়।

তিনি বলেন, ঋণ প্রদানের সঙ্গে জড়িত ব্যক্তিরা যেন দেশের বাইরে যেতে না পারেন, সে জন্য নিষেধাজ্ঞা আরোপসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।

ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেক্সিমকোর লে-অফকৃত প্রতিষ্ঠান নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীকে প্রধান করে ৬ সদস্যের একটি কমিটি করে দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

ওই কমিটিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক এবং অ্যাটর্নি জেনারেলের একজন করে প্রতিনিধি এবং বেক্সিমকোর রিসিভারকে সদস্য হিসেবে রাখা হয়েছে। বিডা চেয়ারম্যান এই কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসার পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ দিতে গত ২৪ নভেম্বর সাখাওয়াত হোসেনকে আহ্বায়ক করে উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করে সরকার।

বেক্সিমকো গ্রুপের অন্যতম কর্ণধার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গত ১৩ আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২৯ আগস্ট সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, পুত্রবধূ শাজরেহ রহমানের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বেক্সিমকো গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা মেটানোর সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কমিটি। পরে শেয়ার বিক্রিতে জটিলতা দেখা দেওয়ায় সরকারের নিজস্ব তহবিল থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ করার সিদ্ধান্ত হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন শিমুল

 হাটহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হয়েছেন ক্লাবের যুগ্ম...

অতিরিক্ত মূল্যে তেল বিক্রি: চসিকের অভিযানে ১৩ দোকানদারকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর...

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায়  গ্রেপ্তার আরও ৪১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আরও ৪১ জনকে...

‘পতিত আওয়ামী স্বৈরাচারের খুনি-সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে’

সাতকানিয়ায় পতিত আওয়ামী স্বৈরাচারের খুনি ও সন্ত্রাসীদের গ্রেপ্তার ও...

বোতলজাত সয়াবিন তেল পরিমাণে কম দেওয়ায় ৬৪ লিটার সয়াবিন তেল জব্দ

দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে পণ্য...

খাগড়াছড়িতে এতিম ৪০ শিশুকে আইএফআইসি’র ঈদ উপহার

আইএফআইসি ব্যাংক পিএলসির সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অংশ হিসেবে সারাদেশের...

আরও পড়ুন

বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের: মামলার পর গ্রেপ্তার ৩ 

‘‘বড় ভাই মানে, বাবার দ্বিতীয় ছায়া।’’ বাবার অনুপস্থিতিতে যিনি গড়ে তুলেন পরিবারকে। সেই বড় ভাইয়ের হাতে টিউবওয়েলের পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে খুন...

১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশে আসবেন। প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী...

ইপিজেডে পরকীয়ার জেরে বন্ধুর হাতে আরেক বন্ধু খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকায় পরকীয়ার জের ধরে মো. আইয়ুব নবী সাগর (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে অপর বন্ধু সিজান (২৫)।ঘটনাটি ঘটেছে...

ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা ব্যর্থ : প্রেস সচিব

ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা কাজ করছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (১২ মার্চ) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম...