বুধবার, ১২ মার্চ ২০২৫

থানা পরিদর্শন  স্বরাষ্ট্র উপদেষ্টা, এসআই-কনস্টেবল বরখাস্ত

চট্টগ্রাম নিউজ:

দায়িত্বে অবহেলা করায় রাজধানীর গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি। এ সময় এসআই ও কনস্টেবলকে বরখাস্তের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

পরিদর্শনকালে উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারেন ও নির্ভয়ে চলাফেরা করতে পারেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় আনা হবে।আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ও সজাগ রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্টগুলোও ফাংশন (কাজ) করছে। যৌথ বাহিনীর অপারেশনও ভালোভাবে চলছে। থানার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। থানাগুলো সঠিকভাবে কাজ করছে কি না তা দেখতেই এ পরিদর্শন।

উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখান। এ সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানান অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি, তারা যেন এ সময়েও সজাগ ও সতর্ক থাকে।

চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে। তবে অন্যান্য অভিযান চলমান থাকবে। গতকাল বুধবার গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

বৃহস্পতিবার উপদেষ্টা তার বারিধারাস্থ ডিওএইচএসের বাসা থেকে বের হয়ে ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর-১০ হয়ে মিরপুর থানায় পৌঁছান। পরিদর্শন শেষে সেখান থেকে মিরপুর-১ হয়ে দারুসসালাম থানায় যান। দারুসসালাম থানা থেকে টেকনিক্যাল মোড়, শ্যামলী হয়ে আদাবর থানা পরিদর্শন করেন। পরে সেখান থেকে মোহাম্মদপুর থানায় যান। মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে ধানমন্ডি ২৭, সংসদ ভবন, বিজয় সরণি, মহাখালী ও বনানী হয়ে বারিধারার বাসায় ফেরেন।

থানাগুলো পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চাকমা দাদু হাতে ৩ বছরের যৌন নিপীড়নের শিকার নাতনি 

রাঙামাটি শহরের উপজাতীয় দাদু কর্তৃক তিন বছরের শিশু যৌন...

সরকারবিরোধিতা কোনো ‘ফ্যাশন স্টেটমেন্ট’ না: তথ্য উপদেষ্টা

পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ...

নন্দনকাননে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় নারীর মৃত্যু

চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকায় সোমবার গভীর রাতে রান্নাঘরের গ্যাস...

বান্দরবানের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত -মোঃ শহিদুল্লাহ কাউছার

বান্দরবান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল উপজেলায় পৌরসভা...

পটিয়ায় রাজমিস্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

পটিয়া উপজেলায় আশ্রয়ন প্রকল্পের একটি ভাড়া বাসা থেকে ফ্যানের...

পানি নিষ্কাশন নিয়ে দ্বন্দ্ব:  বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

 টিউবওয়েলের পানি নিষ্কাশন নিয়ে দ্বন্দ্বে আনোয়ারা উপজেলার বটতলীতে বড়...

আরও পড়ুন

নন্দনকাননে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় নারীর মৃত্যু

চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকায় সোমবার গভীর রাতে রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে আগুন ধরে দগ্ধ হওয়া মা-ছেলের মধ্যে মঙ্গলবার সকালে মা নাসরিন আক্তারের (৩২) মৃত্যু...

এবার স্বাধীনতা পদক পুরস্কার পাচ্ছেন ৭ জন

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সরকার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের...

পোস্টাল ব্যালট নয়, প্রবাসীদের জন্য আসছে প্রক্সি ভোটিং

প্রবাসীদের ভোটদানের জন্যে পোস্টাল ব্যালট কার্যকরী নয়; এ কারণে প্রক্সি ভোটিং পদ্ধতির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ্। আজ...

ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ হার নির্ধারণ

রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।আজ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে...