চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু নদী তীরবর্তী বার্মা কলোনি এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ রমিজা বেগম (৩৮) নামে এক রোহিঙ্গা নারী মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।
আটককৃত রমিজা বার্মা কলোনি এলাকার রোহিঙ্গা ওসমানের স্ত্রী।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত মেজর ফজলে রাব্বির নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানা গেছে।
অভিযানে রমিজার কাছ থেকে ২০ লিটার বাংলা মদ, ৫ গ্রাম গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটক ওই রোহিঙ্গা নারীকে আইনি কার্যক্রম সম্পন্নের জন্য চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান জানান , ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আর এইচ/