‘২৪ এর যে আন্দোলন, তার মধ্যেও প্রায় অর্ধেক ছিল নারী। নারী পুরুষ মিলে যে স্বাধীনতা অর্জন সেটার জন্য আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি।
সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নারীরাও সমানভাবে অংশীদার। তাঁরাও মেধা, শ্রম ও ভালোবাসা দিয়ে দেশ গঠনে প্রতিদিন কাজ করে চলেছেন।’
চট্টগ্রাম অমর একুশে বইমেলার ১১তম দিনের আলোচনা সভায় বক্তারা এমন মত দেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নগরের এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম চত্বরে বইমেলা মঞ্চে “দেশ গঠনে নারী সমাজের ভূমিকা” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. সৈয়দা হালিমা বেগম।
আলোচক ছিলেন, সিটিজেন রাইটস ফোরাম সেন্ট্রাল কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তুতুল বাহার, চট্টগ্রাম একাডেমির অনুবাদ ও পরিচালক ফারজানা রহমান শিমু, বেসরকারি কারা পরিদর্শক কামরুন নাহার লিজা, ডেন্টাল সার্জন ডা. উম্মে ফোরকান মোদাচ্ছেরা।
আলোচনায় বক্তরা বলেন, নারীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁরা শুধু মা, বোন বা স্ত্রী নন, তাঁরা দেশ গড়ার কারিগর। যুগ যুগ ধরে নারীরা বিভিন্ন ক্ষেত্রে তাঁদের দক্ষতা ও অবদানের স্বাক্ষর রেখেছেন। শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, সমাজসেবা, সংস্কৃতি – কোনো ক্ষেত্রেই তাঁরা পিছিয়ে নেই। শিক্ষিকা, বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাজনীতিবিদ, সমাজকর্মী, শিল্পী – সব ক্ষেত্রেই তাঁরা সমান তালে কাজ করে চলেছেন। তাঁদের মেধা, শ্রম ও ভালোবাসা দিয়ে দেশ গঠনে প্রতিদিন কাজ করে চলেছেন।
সমৃদ্ধ বাংলাদেশ গড়ে নারীরাও সমান অংশীদার জানিয়ে তারা বলেন, নারীরা তাঁদের মেধা, শ্রম ও ভালোবাসা দিয়ে দেশ গঠনে প্রতিদিন কাজ করে চলেছেন। আমাদের উচিত তাঁদের এই অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া। শিক্ষা ক্ষেত্রে তাঁদের আরও উৎসাহিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া, এবং সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি করা আমাদের সকলের দায়িত্ব। নারী-পুরুষ সমান অধিকার পেলে আমাদের দেশ আরও দ্রুত উন্নতি করতে পারবে।
চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত মাসব্যাপি বইমেলা ইতিমধ্যে জমে উঠেছে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ও বইপ্রেমী ভিড় করছেন বিভিন্ন স্টলে। বইমেলায় প্রতিদিন নানা বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। তাছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষার্থীদের পরিবেশনা, আমন্ত্রিত আবৃত্তি শিল্পী নিত্য শিল্পী ও সঙ্গীত শিল্পীদের পরিবেশন রয়েছে প্রতিদিন।
এসডি/