নগরের একটি কমিউনিটি সেন্টারে নিজের ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার। তিনি ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই।
জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের ছেলের ঘরের নাতনির সঙ্গে আওয়ামী লীগের সাবেক শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে হয়। শনিবার রাতে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে। সেখানে উপস্থিত ছিলেন বর্তমান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনও।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, রাত ৯টার দিকে হঠাৎ করেই শতাধিক যুবক কমিউনিটি সেন্টারের বাইরে জড়ো হয়।
চট্টগ্রাম নিউজ এর রিপোর্টার জুনায়েদ হাসান জানান, তাকে দেখতে পেয়ে কনভেনশন হলের মূল ফটক দিয়ে প্রবেশ করে তাকে অবরুদ্ধ করে রাখে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা।এসময় তারা ‘আমার ভাই কবরে,খুনি কেনো বাহিরে’,’আবু সাইদ মুগ্ধ,শেষ হয়নি যুদ্ধ’ বিভিন্ন স্লোগান দেন।এক পর্যায়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানার টিম সেখানে উপস্থিত হলে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে কনভেনশন হল কর্তৃপক্ষ।
আটক ফখরুল আনোয়ারকে বর্তমানে খুলশী থানায় নিয়ে আসা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছে খুলশী থানা পুলিশ।পুলিশ জানায় ,তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা আছে।বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী,কনভেনশন হলের গেইটের বাহিরে অবস্থান করছেন বিপুল সং্খ্যক ছাত্র-জনতা।তাদের সাথে অবস্থান করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ।
এএ/