বুধবার, ১২ মার্চ ২০২৫

চন্দনাইশে আধুনিক কৃষিযন্ত্র প্রস্তুত ও বিপণন করছে বাংলামার্ক

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর কারিগরি সহায়তায় বাংলামার্কের ওয়ার্কশপে যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে, খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ (এস এফ এম আর এ) প্রকল্পের অর্থায়নে ব্রি কৃষিযন্ত্র প্রস্তুত ও বিপণনের উপর একটি লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। শনিবার সকালে এলাহাবাদ এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব কারখানায় অনুষ্ঠিত হয়। 

বাংলামার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি-এর প্রাক্তন মহাপরিচালক ড. মো. আব্দুল বাকী, এসএফএমআরএ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম, এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোফাজ্জল হোসেন, পিএসও ড. মো. গোলাম কিবরিয়া ভূঞা। উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. সিরাজুল ইসলাম, প্রমুখ।

বাংলা মার্ক ইতোমধ্যে ব্রি মডেলের থ্রেসার, উইডার, উইনোয়ার ও চপার মেশিন তৈরি করেছে। এছাড়া, ব্রি-এসএফএমআরএ প্রকল্পের সহায়তায় প্রতিষ্ঠানটি ব্রি গ্রেইন কালেক্টর আপগ্রেড করেছে, যা চাতাল থেকে শুকানো ধান সংগ্রহ বস্তায় ভরার কাজে ব্যবহৃত হবে। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্রি’র ডিজাইন অনুসরণ করে হাওর অঞ্চলের উপযোগী কম্বাইন হারভেস্টার আপগ্রেডের কাজ শুরু করেছে। এই কারখানায় কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, ট্র্যাক্টরসহ বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি উৎপাদন করা হবে, যা কৃষকদের কাজের সময় কমিয়ে দেবে এবং উৎপাদনশীলতা বাড়াবে ফলে কৃষিক্ষেত্রে আমদানি নির্ভরতা হ্রাস পাবে এবং দেশীয় প্রযুক্তির বিকাশের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশে স্থানীয়ভাবে কৃষিযন্ত্র উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়নে বাংলামার্কের এই পদক্ষেপ কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের কৃষিকে আধুনিক ও লাভজনক করতে স্থানীয়ভাবে কৃষিযন্ত্র উৎপাদন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলামার্কের এই উদ্যোগ কৃষকদের জন্য সাশ্রয়ী মূল্যে উচ্চমানের যন্ত্রপাতি নিশ্চিত করবে, যা কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করবে। বাংলামার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য কৃষকদের কাছে স্বল্পমূল্যে উন্নত কৃষিযন্ত্র পৌঁছে দেওয়া, যাতে তারা কম খরচে আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারেন। বাংলামার্ক দেশীয় কৃষিযন্ত্র উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করতে প্রস্তুত।

কৃষি বিশেষজ্ঞদের মতে, দেশীয়ভাবে কৃষিযন্ত্র উৎপাদন বাড়ানো গেলে কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতি আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে। এতে কৃষি উৎপাদনশীলতা বাড়বে এবং দেশের কৃষি যান্ত্রিকীকরণ প্রক্রিয়া আরও বেগবান হবে। তারা আরো উল্লেখ করেন, একটি শক্তিশালী কৃষি ইকোসিস্টেম তৈরি করতে হলে, শুধু ফসল উৎপাদন বৃদ্ধি নয়, বরং কৃষির সকল পর্যায়ে প্রযুক্তি ব্যবহার করে দক্ষতা অর্জন করতে হবে। এই শক্তিশালী কৃষি ইকোসিস্টেমটি গড়ে তোলা সম্ভব হলে, কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে, যা দেশের কৃষকদের এবং কৃষি খাতের উন্নতির জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। বাংলামার্কের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন এটি শুধু কৃষি খাতের জন্যই নয়, দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আন্দোলনে সরব চমেক হাসপাতালের চিকিৎসকরা,  বন্ধ চিকিৎসাসেবা

ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে...

হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের দায়ের করা...

রাউজানে সরকারি কর্মকর্তার ওপর হামলাকারী কালা শহীদ গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকার ওপর...

শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

বিশিষ্ট শিল্পপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর...

চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে সরঞ্জামসহ ৪জনকে গ্রেপ্তার...

শাহ আমানত বিমানবন্দরে ৫০ লাখ টাকার স্বর্ণের চালান আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উমরা হজ্বের মোয়াল্লেমকে তল্লাশি...

আরও পড়ুন

হাটহাজারীতে আগুনে পুড়লো ফার্নিচার গোডাউনসহ বসতঘর

চট্টগ্রামের হাটহাজারীতে মুরগির ফার্মের আগুনে ফার্নিচারের গোডাউনসহ পুড়েছে বসতঘর।মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৪টায় উপজেলার সরকারহাট বাজারের দক্ষিণ পাশে হাজী মার্কেটে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা...

কর্ণফুলীতে যুবলীগ নেতা শাহাদাত রাসেল গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে মোঃ শাহাদাত রাসেল (৩২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ মার্চ) রাতে কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা...

চকরিয়া থানার নতুন ওসি শফিকুল ইসলামের যোগদান

কক্সবাজারের চকরিয়া থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম। মঙ্গলবার (১১ মার্চ) রাতে দায়িত্বভার গ্রহণ করেন।চকরিয়া থানার নতুন ওসি মো:...

পটিয়ায় রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটিয়া উপজেলায় আশ্রয়ন প্রকল্পের একটি ভাড়া বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এরশাদ (৩৪) নামে এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে  পুলিশ।সে পটিয়া উপজেলার কচুয়া...