কর্ণফুলীর বড়উঠানে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি মিনিবার ফুটবল টুনামেন্টের ফাইনালে মুখোমুখি হবে বিডি রংধনু ক্লাব এবং নাবিল স্পোর্টিং ক্লাব। শুক্রবার জাহেদ স্মৃতি রংধনু ক্লাবের আয়োজনে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে এই দুল দল।
এর আগে গত শনিবার রাতে বড়উঠানের পূর্ব ডাকপাড়া মাঠে এই টুনামেন্টের সেমিফাইনাল ম্যাচে জুলধা ৭৭৭ ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল ম্যাচ নিশ্চিত করেন বিডি রংধনু ক্লাব। এবং পটিয়া জুনিয়র ফুটবল দলকে রুদ্ধশ্বাস ট্রাইবেকারে হারিয়ে শিরোপা জয়ের ম্যাচ খেলার গৌরব অর্জন করেন নাবিল স্পোর্টিং ক্লাব।
টানটান এই দুটি ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী ইয়াহিয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আলী আকবর, প্রবাসী তসলিম প্রমুখ।
এ টুনামেন্টের আয়োজক কমিটির প্রধান মো. জসিম উদ্দিন এবং মো: জাফর জানিয়েছেন, রংধনু জাহেদ ক্লাবের আয়োজনে ও শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি এ টুনামেন্ট শেষ পর্যায়ে আগামী শুক্রবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ টুনামেন্ট সম্পন্ন করার জন্য তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ