চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সীতাকুন্ড ফৌজদারহাটস্থ ডিসি পার্কে আয়োজিত মাসব্যাপী ফুল উৎসবে দর্শনার্থীদের নিকট টিকিট বিক্রি বাবদ ২১ দিনে আয় হয়েছে প্রায় ২ কোটি টাকা।প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ২১ হাজার দর্শনার্থী মেলায় এসেছেন ঘুরতে,যার সর্বমোট সংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ।
১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সমাহারে ডিসি পার্কের ১৯৪ একর জায়গা’র মনোমুগ্ধকর রুপ ,সাথে জেলা প্রশাসনের মাসজুড়ে প্রতিদিনই গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ঘিরে ভিন্ন ভিন্ন আয়োজন,এ যেনো প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে কোলাহলমুক্ত পরিবেশে মানুষের সুস্থ বিনোদনের যথার্থ ব্যবস্থা।আর তাই,ইট পাথরের যান্ত্রিক নগরীর বাসিন্দারা বন্ধু,পরিবার নিয়ে আসছেন ডিসি পার্কে একান্তে সময় কাটাতে।
সরকারি ছুটির দিন দর্শনার্থীদের চাপ থাকে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি।শহর থেকে কিছুটা দূরে হলেও চট্টগ্রাম জেলা প্রশাসনের শাটল বাসে’র কল্যাণে ভোগান্তিতে পড়তে হচ্ছে না দর্শনার্থীদের।পরিবার নিয়ে ঘুরতে আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রিফাত আহমেদ বলেন,’এত সুন্দর করে সাজানো হয়েছে পুরো ডিসিপার্ক, এটি আসলেই মনোমুগ্ধকর।গতবারের তুলনায় নতুনত্বও আছে।ভাসমান ফুলের বাগান আমার সবচেয়ে ভালো লেগেছে।বাচ্চারা এত এত ফুল দেখে অনেক আনন্দিত।’ গৃহিণী শায়লা আক্তারও অভিভূত এমন আয়োজনে।বলছেন, ‘শহরে পরিবার নিয়ে ঘোরার মত এমন জায়গা নেই বললেই চলে।সাথে সাংস্কৃতিক আয়োজন এ উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেছে।’
সীতাকুণ্ড থেকে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহিমও জানিয়েছেন তার অভিভূত হওয়ার অভিজ্ঞতা।নিকটবর্তী দূরত্বে এমন আয়োজনের প্রশংসা তার মুখে, ‘এত এত ফুলের সমাহার শুধুমাত্র ডিসি পার্কে আসলেই দেখা যায়।প্রতিবছর এতে যোগ হচ্ছে নতুনত্ব।তবে অন্যান্যবারের তুলনায় এবারের ব্যবস্থাপনা এবং আয়োজন আমার বেশি ভালো লেগেছে।’
দল বেধে শহর থেকে ডিসি পার্কে ঘুরতে এসেছেন তরুণদের একটি গ্রুপ। ছবি তুলে এ ভ্রমণ কে স্মরণীয় করে রাখতে পার করছেন ব্যস্ত সময়।এক ফাঁকে কথা হয় তাদের সাথেও।বলছিলেন শহর থেকে কিছুটা দূর হলেও জেলা প্রশাসনের শাটল বাস সার্ভিসের কল্যাণে কোনো ঝঞ্জাট ছাড়াই এসেছেন পার্কে।
মাসব্যাপী ফুল উৎসবের প্রথম দিন থেকেই আয়োজন ঘিরে ছিলো নগরবাসীর উচ্ছ্বাস।এবারের আয়োজন ছাড়িয়ে যাবে বিগতবছরের আগত দর্শনার্থীদের সংখ্যা প্রত্যাশা চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের।তিনি চট্টগ্রাম নিউজকে জানান, ‘ডিসি পার্কের বিশাল আয়তনের এ জায়গা দীর্ঘদিন ছিল মাদকসেবীদের দখলে।দখল মুক্ত করে ফুলের স্নিগ্ধতা,শোভায় নগরবাসীকে নির্মল বিনোদনের সুযোগ করে দিতেই এ আয়োজন।গতবছর ৮ লাখ দর্শনার্থী চট্টগ্রাম জেলা প্রশাসনের মাসব্যাপী ফুল উৎসবে অংশগ্রহণ করেছিলো।এবছর আমরা আশা করছি এ সংখ্যা ছাড়িয়ে যাওয়ার।’
নগরবাসীর বিনোদনের এ আনন্দকে স্থায়ী বন্দোবস্ত করতে বছর জুড়ে বিভিন্ন আয়োজনের পরিকল্পনা’র কথাও জানান জেলা প্রশাসক।
তৃতীয়বারের মতো আয়োজিত এবারের মাসব্যাপী ফুল উৎসবের পর্দা নামবে আগামী ৬ই ফেব্রুয়ারি।প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলছে এই ফুলের মেলা।
আর এইচ/ এএ