কক্সবাজারের চকরিয়ায় অগণিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফলে ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসের কমতি নাই।
চকরিয়া উপজেলার প্রায় ইউনিয়নে আরফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, বর্তমান যুব সমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে মাদকাসক্ত থেকে রক্ষা করার জন্য আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি।
চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় আরফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ নামে মিনিবার,ফুটসেল ও বিগ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ডুলাহাজারা, ফাঁশিয়াখালী,কাকারা, মানিকপুর-সুরাজপুর, পূর্ব বড় ভেওলা ও বরইতলি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল হক বলেন, “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই স্লোগানকে সামনে রেখে আমরা চকরিয়া উপজেলার প্রায় ইউনিয়নে ছোট হউক বড় হউক আরফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি। ফলে তরুণরা বিভিন্ন ধরনের বিরত থাকবে।
চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া বলেন, বিগত আওয়ামীলীগ আমলে উপজেলা ও ইউনিয়নে কোন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় নাই। ফলে তরুণ ও যুবকরা অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। কিশোর গ্যাং এর তৎপরতা বেড়ে যায়। এসব অসামাজিক কার্যকলাপ থেকে ফুটবল প্রেমীদেরকে মুক্ত করার জন্য খেলাধুলা আয়োজন করছি।
মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ও পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল বলেন, আমাদের ইউনিয়নে ছাত্রনেতা ও যুবনেতারা ফুটবল প্রেমীদের আনন্দ দেওয়ার জন্য নাইটবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। এই আয়োজনগুলো প্রতিবছর চালু থাকুক, ফলে বর্তমান প্রজন্ম অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়বে না।
উল্লেখ্য, গ্রাম গঞ্জে হারিয়ে যাওয়া ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস দেওয়ার জন্য প্রতিবছর চালু থাকুক এসব ফুটবল টুর্নামেন্টগুলো। সরকার থেকে গ্রামের ফুটবল খেলার মাঠ গুলো সংস্কার করে খেলা উপযোগী করার জন্য অত্যন্ত জরুরি।
আর এইচ/