বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবকদল নেতা নিহতের ঘটনায় মামলা ; গ্রেফতার ৪

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাই উপজেলা স্টেডিয়ামে মাসব্যাপী বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির ব্যানারে শিল্প ও বাণিজ্য মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহেদ হোসেন মুন্না নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

সোমবার রাত সাড়ে ১১ টার সময় সংঘর্ষে নিহতের ঘটনায় রাতেই মামলা দায়ের (নং-৮) করেন জাহেদ হোসেন মুন্নার ভগ্নিপতি আরাফাত হোসেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান (৩৭), নাজমুস সাকিব মারুফ (২২), শাহ আলম (৪৭), আরমান (২৬) কে গ্রেফতার করছে। সংঘর্ষের পর থেকে বাণিজ্য মেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার সন্ধ্যার পর মিরসরাই স্টেডিয়ামে চলা মাসব্যাপী বাণিজ্য মেলায় মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইনের কর্মী সমর্থকদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানের কর্মী সমর্থকরা কথা কাটাকাটি হয়। পরবর্তীতে মেলা প্রাঙ্গন থেকে বের হয়ে রাত সাড়ে ১১ টার দিকে কামরুলের সমর্থকরা জাহিদ হোসাইনের সমর্থকদের উপর হামলা চালায়। হামলায় মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ৬ নং ওয়ার্ডের আহবায়ক জাহেদ হোসেন মুন্না (২২) নিহত হয় এবং ৮ জন আহত হয়। আহতরা হলেন সজিব (২৩), আরাফাত (২৩), আসিফ (২০), রাহাত (২০), হাসান (২৮), রাশেদ (১৯), হৃদয় (২৭), শাকিল (২০)।

আহতরা মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মিরসরাই সেবা আধুনিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। রাতেই গুরুতর আহত শাকিলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত জাহেদ হোসেন মুন্না মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইনের সমর্থক। মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন ও মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারী।

সংঘর্ষে আহত সজিব বলেন, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে মিরসরাই স্টেডিয়ামে চলা বাণিজ্য মেলায় পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন ভাইয়ের আমরা কিছু অনুসারী মেলা গেইটে সিএনজিচালিত অটোরিক্সার টোল আদায়সহ শৃঙ্খলা রক্ষার কাজ করছিলাম। এরিমধ্যে অতর্কিতে পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানের ২০-২৫ জন অনুসারী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে।

এই বিষয়ে মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন বলেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এই ঘটনায় বিএনপির কোন সম্পৃক্ততা নেই। আমি আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছি। নিহতের পরিবারের পাশে থাকবো।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তন্ময় জামশেদ আলম বলেন, মুন্না নামের একজনকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এছাড়া আহত রাহাত, হৃদয় ও শাকিলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তম্মধ্যে শাকিলের অবস্থা আংশকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, স্বেচ্ছাসেবক দল নেতা নিহতের ঘটনায় ১১ জনের নাম উল্লেখপূর্বক এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত জাহেদ হোসেন মুন্নার ভগ্নিপতি আরাফাত হোসেন। হত্যার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানসহ ৪ জন গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর থেকে বাংলাদেশ দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সোসাইটির উদ্যোগে মিরসরাই স্টেডিয়ামে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে বিচ্ছিন্নভাবে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ড্রাইভার ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ :চট্টগ্রামে ডিসি পার্কে ভাঙচুর

সীতাকুণ্ডের ফৌজদারহাটে ডিসি পার্কের সামনে গাড়ি পার্কিং করা নিয়ে...

চট্টগ্রামের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য...

১০ ফেব্রুয়ারি হচ্ছে না চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনের মাত্র ৬ দিন আগে মুখ্য...

কালুরঘাট সেতুর যানবাহনের টোল আদায় শুরু হচ্ছে বুধবার থেকে

কালুরঘাট সেতু দিয়ে চলাচলরত যানবাহন থেকে টোল আদায় শুরু...

চট্টগ্রামে হালনাগাদে নতুন ভোটারের ফরম পূরণ করেছে ২ লাখ ৫৬ হাজার

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীরা...

আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা 

আনোয়ারা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ আবছারকে এক...

আরও পড়ুন

১০ ফেব্রুয়ারি হচ্ছে না চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনের মাত্র ৬ দিন আগে মুখ্য নির্বাচনী কর্মকর্তাসহ নির্বাচন কমিশনের সকলেই এরই মধ্যে পদত্যাগ করেছেন। ফলে, আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১০...

কালুরঘাট সেতুর যানবাহনের টোল আদায় শুরু হচ্ছে বুধবার থেকে

কালুরঘাট সেতু দিয়ে চলাচলরত যানবাহন থেকে টোল আদায় শুরু হচ্ছে বুধবার(৫ ফেব্রুয়ারি) থেকে। আগামী এক বছরের জন্য সেতুর টোল আদায় করবে মাওয়া এন্টারপ্রাইজ নামে একটি...

চট্টগ্রামে হালনাগাদে নতুন ভোটারের ফরম পূরণ করেছে ২ লাখ ৫৬ হাজার

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীরা গত ১৩ দিনে চট্টগ্রামে ২ লাখ ৫৬ হাজার ৯৩৫ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন।এরমধ্যে...

১৫ লাখ মৃত ভোটার বাদ পড়েছে : ইসি সচিব

বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ কর্মসূচিতে ১৫ লাখ ৩০ হাজার মৃত ভোটার বাদ পড়েছেন ।আজ মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি ) দুপুরে নির্বাচন ভবনে এক...