চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ২০২২-২৩ অর্থ বছরে মনোনীত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ ডিসেম্বর সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক বলেন, গরীব, মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে শিক্ষা বৃত্তি প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষা বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষা বিস্তারে অবদান রাখছে। তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মুহাম্মদ তরিকুল ইসলাম, সিএ টু সিইও মোহাম্মদ ওয়াহিদুর রহমান, উচ্চমান সহকারী মোহাম্মদ মিজানুর রহমান, পিএ টু প্রশাসক মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরীসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
আর এইচ/