কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত মোতাবেক দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চকরিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলে বরাতে জানা যায়,বিলুপ্ত হওয়া ২টি ইউনিটের কমিটি খুব শীঘ্রই ঘোষণা করা হবে।