রাঙামাটি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
এঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সঙ্গে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের পিসিজেএসএস’র গুলিতে ৪-৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৩০ নভেম্বর) উপজেলার সাজেক ইউনিয়নের ১০ নম্বর কিচিং পাড়ায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার ইউপিডিএফ মূল দলের কমান্ডার মঙ্গল চাকমা ও দেবাশীষ চাকমার নেতৃত্বে প্রায় ৩০ জন এবং জেএসএস মূলের কমান্ডার তীপ্তি চাকমার নেতৃত্বে ২৪-২৫ জনের একটি সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিসিজেএসএস’র ৪-৫ জন আহত হয়।
আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানিয়েছেন বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এ ঘটনার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।