চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এক ঐতিহাসিক ঘোষণায় জানিয়েছেন, জুলাই বিপ্লবের প্রতিটি শহীদ পরিবারকে চসিকের পক্ষ থেকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে। একই সঙ্গে তিনি চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে একটি পার্ক নির্মাণের উদ্যোগের কথাও ঘোষণা করেন।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কাজীর দেউড়ি মোড়ে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এই চট্টগ্রাম শহর শুধু আমার একার নয়। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি পরিছন্ন, গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে চট্টগ্রামবাসীর জন্য উপহার দিতে চাই। চট্টগ্রাম শুধু একটি ব্যবসা-কেন্দ্রিক নগরী নয়, এটি হবে একটি নিরাপদ ও সুন্দর নগরী।”
তিনি আরও বলেন, “যত বেআইনি অস্ত্র ও অবৈধ ব্যক্তির কাছে বৈধ অস্ত্র রয়েছে, সেগুলো উদ্ধার করতে হবে। সন্ত্রাসীদের গ্রেফতার করে চট্টগ্রামকে সন্ত্রাসমুক্ত নগরী হিসেবে গড়ে তোলা হবে।”
মেয়র শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেন। তিনি বলেন, “যে কোনো দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক মারা গেলে, তাদের পরিবার যেন সর্বোচ্চ সহযোগিতা পায়, তা নিশ্চিত করতে সিটি করপোরেশন সব ধরনের ব্যবস্থা নেবে। শ্রমিকদের নির্যাতন, হয়রানি এবং জুলুম বন্ধে আমরা দায়বদ্ধ।”
নির্মাণ শ্রমিকদের দুরবস্থা ও তাদের যৌক্তিক দাবির বিষয়ে তিনি বলেন, “যে ভবনে শ্রমিক কাজ করছেন, সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে ভবন মালিকদেরও শ্রমিক পরিবারের পাশে দাঁড়ানোর বাধ্যবাধকতা থাকবে। এই বিষয়ে আইনগত এবং প্রশাসনিকভাবে যা করণীয়, তা আমরা নিশ্চিত করব।”
সভায় প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, “নির্মাণ কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মালিক শ্রমিকদের নিরাপত্তা উপেক্ষা করে অতিরিক্ত লাভের জন্য কাজ করান। আমরা এই প্রথার অবসান চাই।”
তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক সাহেদ বক্স, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন এবং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজ। নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন।