বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

জুলাই বিপ্লবের শহীদ পরিবারকে এক লাখ টাকা অনুদান দেবে চসিক: মেয়র শাহাদাত

চট্টগ্রাম নিউজ প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এক ঐতিহাসিক ঘোষণায় জানিয়েছেন, জুলাই বিপ্লবের প্রতিটি শহীদ পরিবারকে চসিকের পক্ষ থেকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে। একই সঙ্গে তিনি চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে একটি পার্ক নির্মাণের উদ্যোগের কথাও ঘোষণা করেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কাজীর দেউড়ি মোড়ে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “এই চট্টগ্রাম শহর শুধু আমার একার নয়। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি পরিছন্ন, গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে চট্টগ্রামবাসীর জন্য উপহার দিতে চাই। চট্টগ্রাম শুধু একটি ব্যবসা-কেন্দ্রিক নগরী নয়, এটি হবে একটি নিরাপদ ও সুন্দর নগরী।”

তিনি আরও বলেন, “যত বেআইনি অস্ত্র ও অবৈধ ব্যক্তির কাছে বৈধ অস্ত্র রয়েছে, সেগুলো উদ্ধার করতে হবে। সন্ত্রাসীদের গ্রেফতার করে চট্টগ্রামকে সন্ত্রাসমুক্ত নগরী হিসেবে গড়ে তোলা হবে।”

মেয়র শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেন। তিনি বলেন, “যে কোনো দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক মারা গেলে, তাদের পরিবার যেন সর্বোচ্চ সহযোগিতা পায়, তা নিশ্চিত করতে সিটি করপোরেশন সব ধরনের ব্যবস্থা নেবে। শ্রমিকদের নির্যাতন, হয়রানি এবং জুলুম বন্ধে আমরা দায়বদ্ধ।”

নির্মাণ শ্রমিকদের দুরবস্থা ও তাদের যৌক্তিক দাবির বিষয়ে তিনি বলেন, “যে ভবনে শ্রমিক কাজ করছেন, সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে ভবন মালিকদেরও শ্রমিক পরিবারের পাশে দাঁড়ানোর বাধ্যবাধকতা থাকবে। এই বিষয়ে আইনগত এবং প্রশাসনিকভাবে যা করণীয়, তা আমরা নিশ্চিত করব।”

সভায় প্রধান বক্তা হিসেবে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, “নির্মাণ কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মালিক শ্রমিকদের নিরাপত্তা উপেক্ষা করে অতিরিক্ত লাভের জন্য কাজ করান। আমরা এই প্রথার অবসান চাই।”

তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক সাহেদ বক্স, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন এবং বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজ। নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন।

সর্বশেষ

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বাংলাদেশের জাতীয় পতাকা কে অবমাননা করা মানে মুক্তিযুদ্ধের বীর...

শাহ আমানত বিমানবন্দরে ৪২ হাজার ডলার সমান রিয়াল, দিরহামসহ যাত্রীকে আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার...

সার্বভৌমত্বের প্রশ্নে ভারতকে একচুলও ছাড় নয়: হাসনাত আব্দুল্লাহ 

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে একচুলও ছাড় দিতে...

লোহাগাড়ায় অস্ত্রের মুখে ৪ বসতঘরে ডাকাতি

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রের মুখে চারটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।...

’বাংলাদেশ আমরাই সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা করবো’

হিন্দুস্তান যতই উস্কানি দেখ বাংলাদেশে আমরাই সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা...

চসিকের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা’র নেতৃত্বে নগরীতে...

আরও পড়ুন

চসিকের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা’র নেতৃত্বে নগরীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে আগ্রাবাদ সিডিএ...

হাসিনা ও মমতার ইন্ধনে আগরতলা হাইকমিশনে হামলা

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা...

চান্দগাঁও থানায় শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ আবদুল হক (৫৫) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার ( ৩ ডিসেম্বর ) সকাল ৭টার দিকে চান্দগাঁও...

কক্সবাজার সদরে অস্ত্র উদ্ধার, সিএনজিসহ আটক ২

কক্সবাজারের ঈদগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে অস্ত্রশস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) গভীর রাতে সদর থানাধীন খুরুশকুল ছনখোলা বাজার সাম্পানঘাট পাড়া গামী...