বরিশালের চরমোনাই ময়দানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিশাল ছাত্র গণজমায়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম শুক্রবার (২৯ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামি মূল্যবোধ রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা কেন হবে? আমরা কি স্বাধীন দেশের নাগরিক নই?”
তিনি আরও বলেন, “দেশের চলমান গভীর ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে আওয়াজ তুললে ষড়যন্ত্রকারীরা পালাতে বাধ্য হবে।” হিন্দু সম্প্রদায়ের বিষয়ে তিনি বলেন, “তারা এ দেশের নাগরিক। তাদের ভালোমন্দ দেখা আমাদের দায়িত্ব। অন্য কোনো দেশের এখানে নাক গলানো অগ্রহণযোগ্য।”
মুফতি রেজাউল করীম ইসলামী ছাত্র আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণে প্রতিষ্ঠিত। রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস ছাড়া বিজয় সম্ভব নয়। সাহাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহ প্রদত্ত নীতি-আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। সন্তানদের ইসলামী ছাত্র আন্দোলনে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষিত, আদর্শবান ও চরিত্রবান প্রজন্ম তৈরি করলেই আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব।’”
গণজমায়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, “দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য যারা দখলবাজি করছে, তারা আধা পাগল। তাদের চিকিৎসার জন্য একটি মানসিক হাসপাতাল তৈরি করা উচিত।”
ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “সরকার পরিবর্তন করা সহজ, কিন্তু আদর্শভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা কঠিন। এজন্য মেধাবী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে হবে।”
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নেছার উদ্দীন, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, এবং অন্যান্য নেতারা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
শুক্রবার চরমোনাই ময়দানে অনুষ্ঠিত হয় দেশের বৃহত্তম জুমার জামাত। এতে ইমামতি ও খুতবা প্রদান করেন নায়েবে আমিরুল মুজাহিদীন মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ। বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, উলামায়ে কেরাম এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এই জামাতে অংশগ্রহণ করেন।
তিন দিনব্যাপী এই বিশাল মাহফিলের সমাপ্তি হবে শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় পীর সাহেব চরমোনাইয়ের আখেরি বয়ানের মাধ্যমে। মাহফিল জুড়ে দেশ, ইসলাম এবং মানবতার পক্ষে জোরালো বক্তব্য ও করণীয় নিয়ে আলোচনার পাশাপাশি, প্রার্থনা ও আধ্যাত্মিকতার পরিবেশ বজায় ছিল।