সাম্প্রতিক সময়ে দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি জেলার রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকল সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মহি উদ্দিন হারুন, রামগড় থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মঈন উদ্দিন, রামগড় উপজেলা জামায়াতের সভাপতি মোঃ ফয়েজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কালাম আজাদ, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন।
সভায় দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে রামগড় উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বক্তারা পার্বত্যঅন্চলের রামগড় উপজেলার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য যে কোন মূল্যে অটুট রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়াও সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, বিভিন্ন এলাকার সমাজ প্রধান, মন্দিরের পুরোহিত, মসজিদের ইমাম সহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।