বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ড ও বক্তব্য একান্তই তার ব্যক্তিগত। এর দায় ইসকন নেবে না বলে জানিয়েছেন ইসকন সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জানান, সম্প্রতি বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছড়ানোর প্রচেষ্টা চলছে।

তিনি বলেন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকেই কিছু মহল ইসকন বাংলাদেশকে বিতর্কিত করতে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে।

চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর পর এই অপপ্রচার চরমে পৌঁছেছে।

তিনি দাবি করেন, চট্টগ্রাম কোর্ট ভবনের সামনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। “আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই ঘটনার সাথে ইসকন বাংলাদেশের কোনো সম্পর্ক নেই,” বলেন তিনি। তিনি আরও যোগ করেন, এমনকি সড়ক দুর্ঘটনাকে ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়ার মত পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

ইসকন বাংলাদেশ সম্প্রতি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে কিছু সদস্যকে পদ-পরিষদের বাইরে রেখেছে। এদের মধ্যে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের নাম উল্লেখ করা হয়। তাদের কর্মকাণ্ডের ফলে ইসকনের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এবং সংগঠন তাদের অব্যাহতি দেয়। এছাড়া ৩ অক্টোবর একটি অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) আর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন এবং তার বক্তব্য সম্পূর্ণভাবে ব্যক্তিগত।

সংবাদ সম্মেলনে চারটি আহ্বান জানানো হয়:
১. ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণার সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. ধর্মীয় সহনশীলতা বজায় রেখে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে উষ্কানীমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
৪. সমাজে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলের একযোগে কাজ করতে হবে।

চারু চন্দ্র দাস ব্রহ্মচারী আরও বলেন, সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডে ইসকন বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে এবং তার অকাল মৃত্যু সংগঠনের সকল সদস্যদের মর্মাহত করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের কোষাধ্যক্ষ জ্যোতিশ্বর গৌর দাস ব্রহ্মাচারী, কেন্দ্রীয় সদস্য বিমলা প্রসাদ দাস, চিন্ময় গদাধর দাস ব্রহ্মচারী, হৃষীকেশ গৌরাঙ্গ দাস সহ আরও অনেক নেতৃবৃন্দ।

সর্বশেষ

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বাংলাদেশের জাতীয় পতাকা কে অবমাননা করা মানে মুক্তিযুদ্ধের বীর...

শাহ আমানত বিমানবন্দরে ৪২ হাজার ডলার সমান রিয়াল, দিরহামসহ যাত্রীকে আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার...

সার্বভৌমত্বের প্রশ্নে ভারতকে একচুলও ছাড় নয়: হাসনাত আব্দুল্লাহ 

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে একচুলও ছাড় দিতে...

লোহাগাড়ায় অস্ত্রের মুখে ৪ বসতঘরে ডাকাতি

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রের মুখে চারটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।...

’বাংলাদেশ আমরাই সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা করবো’

হিন্দুস্তান যতই উস্কানি দেখ বাংলাদেশে আমরাই সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা...

চসিকের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা’র নেতৃত্বে নগরীতে...

আরও পড়ুন

বাজারে আসছে নতুন নোট;বদলে যাচ্ছে নোটে থাকা ছবি

সরকার ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট বাজারে আনতে যাচ্ছে। শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে এবং ডিজাইন পরিবর্তন করে নোটগুলোতে যুক্ত...

ভারতীয় মিডিয়ার অপপ্রচার, সহকারী হাইকমিশনে হামলা : প্রেস সচিব

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে দেশটির মিডিয়ার অপপ্রচারের ফল হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে কূটনৈতিক...

কক্সবাজারে প্রতিবন্ধী দিবসে উপকরণ বিতরণ

অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ,বিকশিত নেতৃত্ব এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ" এ প্রতিপাদ্যে কক্সবাজারে মঙ্গলবার ৩ ডিসেম্বর পালিত হয়েছে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬...

প্রশিক্ষিত হয়ে ক্যাডেটরা হতে চলেছে গভীর সমুদ্রের অকুতোভয় কান্ডারী

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মির্জা ফরিদা আখতার বলেছেন, মেরিন ফিশারিজ একাডেমি হতে প্রশিক্ষিত হয়ে ক্যাডেটরা হতে চলেছে গভীর সমুদ্রের অকুতোভয় কান্ডারী। কঠোর অধ্যবসায় এবং...