চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় রাজীব ভট্টাচার্য্য (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ।
পুলিশ জানায়, রাজীব ছাড়াও এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে তাদের নাম বা পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছয়জনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে বলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়। তাদের একজন রাজীব হলেও বাকি পাঁচজন সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
সাইফুল হত্যার ঘটনা ঘটে গত মঙ্গলবার, আদালত এলাকায় সংঘর্ষের সময়। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার ও জামিন নামঞ্জুরের প্রতিবাদে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।