বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা ও আইসিসি প্রসিকিউটরের আলোচনা

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ খান এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে রোহিঙ্গা সংকট, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি এবং চলমান মানবিক সহায়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়াও, বাংলাদেশে সম্প্রতি সংঘটিত সহিংসতার বিচার নিশ্চিত করতে আইসিসির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

প্রসিকিউটর করিম খান বৈঠকে জানান, মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়েছে। তিনি রোহিঙ্গাদের প্রতি করা অন্যায় এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আইসিসির অগ্রাধিকারমূলক তদন্তের কথা উল্লেখ করেন।

ড. মুহাম্মদ ইউনুসের আহ্বানে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ বৈশ্বিক সম্মেলনের আয়োজন করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। জাতিসংঘ ইতোমধ্যেই ২০২৫ সালে এই সম্মেলন আয়োজনের সম্মতি দিয়েছে। সম্মেলনের স্থান, তারিখ এবং কর্মপদ্ধতি নির্ধারণ করা হবে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে।

প্রধান উপদেষ্টা বলেন, “রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান বের করতে হবে। বিশেষ করে শরণার্থী শিবিরে বসবাসরত যুবকদের হতাশা ও তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন।” তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন, যা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, শেখ হাসিনা সরকারের ১৬ বছরের শাসনকালে গুম এবং জুলাই-আগস্টের গণআন্দোলনে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসিতে মামলা করা হবে। করিম খান বলেন, তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা পোষণ করছেন।

বৈঠকে রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। পরে খলিলুর রহমান প্রসিকিউটর করিম খান এবং তার টিমের সম্মানে ভোজের আয়োজন করেন।

সর্বশেষ

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

বাংলাদেশের জাতীয় পতাকা কে অবমাননা করা মানে মুক্তিযুদ্ধের বীর...

শাহ আমানত বিমানবন্দরে ৪২ হাজার ডলার সমান রিয়াল, দিরহামসহ যাত্রীকে আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ ৫৮ হাজার...

সার্বভৌমত্বের প্রশ্নে ভারতকে একচুলও ছাড় নয়: হাসনাত আব্দুল্লাহ 

দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে একচুলও ছাড় দিতে...

লোহাগাড়ায় অস্ত্রের মুখে ৪ বসতঘরে ডাকাতি

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রের মুখে চারটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।...

’বাংলাদেশ আমরাই সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা করবো’

হিন্দুস্তান যতই উস্কানি দেখ বাংলাদেশে আমরাই সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষা...

চসিকের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা’র নেতৃত্বে নগরীতে...

আরও পড়ুন

ভারতীয় মিডিয়ার অপপ্রচার, সহকারী হাইকমিশনে হামলা : প্রেস সচিব

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে দেশটির মিডিয়ার অপপ্রচারের ফল হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে কূটনৈতিক...

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

চলমান বিভিন্ন ইস্যুতে সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ বৈঠক থেকে তিনি...

প্রশিক্ষিত হয়ে ক্যাডেটরা হতে চলেছে গভীর সমুদ্রের অকুতোভয় কান্ডারী

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মির্জা ফরিদা আখতার বলেছেন, মেরিন ফিশারিজ একাডেমি হতে প্রশিক্ষিত হয়ে ক্যাডেটরা হতে চলেছে গভীর সমুদ্রের অকুতোভয় কান্ডারী। কঠোর অধ্যবসায় এবং...

দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা : টিআইবি

বিগত সরকারের আমলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হলেও ২০২৩ সালে বিভিন্ন প্রতিষ্ঠানে কেমন দুর্নীতি হয়েছে তা প্রকাশ করেছে  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ...